বিশ্ব এমএসএমই  দিবসে ভি’র ‘রেডি ফর নেক্সট’ প্রোগ্রাম

‘ওয়ার্ল্ড এমএসএমই ডে’ উপলক্ষে ভারতের অগ্রণী টেলিকম অপারেটর ভোডাফোন আইডিয়া’র এন্টারপ্রাইজ শাখা ভি বিজনেস লঞ্চ করল এক বিশেষ প্রোগ্রাম: ‘রেডি ফর নেক্সট’। এমএসএমই-গুলির বৃদ্ধির সম্ভাবনায় গতিসঞ্চারের উদ্দেশ্য নিয়ে এই বিশেষ প্রোগ্রামটি চালু করা হল।

ভি বিজনেসের রেডি ফর নেক্সট প্রোগ্রাম রচিত হয়েছে এমএসএমই-গুলির ডিজিটাল কর্মপদ্ধতির সহায়ক শক্তি হিসেবে কাজ করার জন্য। এমএসএমই-গুলির বৃদ্ধি ত্বরাণ্বিত করতে এবং তাদের সম্ভাব্য সবরকম চাহিদা পূরণ করার লক্ষ্যে সহযোগিতা করবে এই বিশেষ প্রোগ্রাম। এমএসএমই-গুলি এই সীমিত সময়ের অফার গ্রহণ করতে পারবে ৩১ জুলাই অবধি। ‘রেডি ফর নেক্সট’ প্রোগ্রামকে তুলে ধরার লক্ষ্যে ভি বিজনেস ডিজিটাল ও সোস্যাল মিডিয়া ক্যাম্পেন শুরু করেছে ২৭ জুন থেকে।

দুইটি গুরুত্ত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত হয়েছে ভি বিজনেস রেডি ফর নেক্সট প্রোগ্রামে: ডিজিটাল সেলফ ইভ্যালুয়েশন ও এক্সক্লুসিভ এমএসএমই অফার্স। সেইসঙ্গে এই প্রোগ্রামে রাখা হয়েছে ‘বিজনেস অ্যাডভাইস’ অফার, যার দ্বারা ব্যবসায়িক সংস্থাগুলিকে ভবিষ্যতের জন্য ক্ষমতায়িত করা যাবে।

Leave a Reply