দেশব্যাপী উৎকর্ষের আউটলেট সংখ্যা ৭১১

উত্তর ২৪ পরগণা জেলার অন্তর্গত বিধাননগর পৌর কর্পোরেশনের বাগুইআটিতে নতুন আউটলেট খুলল উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক লিমিটেড। ব্যাঙ্কের এমডি এবং সিইও গোবিন্দ সিং-এর উপস্থিতিতে এই  নতুন আউটলেটের উদ্বোধন করেন প্রবীণ ব্যাঙ্কার সোমনাথ সেন গুপ্ত।   

শুধু পশ্চিমবঙ্গেই নয় বিহার, হরিয়ানা, উত্তরপ্রদেশ সহ উৎকর্ষ স্মল ফাইন্যান্স আজ তার ৭টি ব্যাঙ্কিং আউটলেট উদ্বোধন করেছে। এরই সাথে উৎকর্ষ ব্যাঙ্ক ২২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে ছড়িয়ে থাকা ব্যাঙ্কের ব্রাঞ্চের সংখ্যা হয়ে দাঁড়ালো ৭১১টি। উল্লেখ্য, বাগুইআটিতে এই ব্যাঙ্কিং আউটলেটেটি বিভিন্ন আর্থিক পরিষেবাসহ ব্যাঙ্কের বিভিন্ন কৌশলের সাথে সামঞ্জস্যপূর্ণ। পরিষেবার মধ্যে রয়েছে ডিজিটাল ব্যাঙ্কিং, এটিএম নেটওয়ার্ক সহ পাইকারি ঋণ, মাইক্রো ব্যাঙ্কিং(জেএলজি ঋণ), এমএসএমই ঋণ, আবাসন ঋণ, সম্পত্তির বিপরীতে ঋণ প্রভৃতি।

উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের এমডি এবং সিইও গোবিন্দ সিং বলেন, বাগুইআটি আউটলেটের মাধ্যমে এই এলাকার নাগরিকরা সর্বোত্তম ব্যাঙ্কিং পরিষেবা পাবেন।

Leave a Reply