DWG -র এই সভা মূলত  জি২০-র উন্নয়নমূলক এজেন্ডা

ভারতের জি২০ প্রেসিডেন্সির অধীনে ডেভেলপমেন্ট ওয়ার্কিং গ্রুপের (DWG) প্রথম সভা ১৩ ডিসেম্বর মুম্বাইতে শুরু হবে। চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। জি২০ সদস্য,  অতিথি দেশ এবং আমন্ত্রিত আন্তর্জাতিক সংস্থাগুলি ব্যক্তিগতভাবে এই দিন মুম্বাই গিয়ারসে যোগ দেবেন। উল্লেখ্য, এই DWG বৈঠকের আগে- “ডেটা ফর ডেভেলপমেন্ট:  ২০৩০ এজেন্ডায় জি২০-এর ভূমিকা”  এবং “সবুজ উন্নয়নে নতুন জীবন যোগ করা” – এই দুটি বিষয় দুটি পার্শ্ব ইভেন্ট করবে৷ DWG -র বৈঠকের আগে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে ভারতের জি২০এর শেরপা অমিতাভ কান্ত বলেন, ভারতের জি২০ প্রেসিডেন্সি একটি অন্তর্ভুক্তিমূলক, ভবিষ্যত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

শেরপা অমিতাভ কান্ত মুম্বাইতে প্রথম DWG -র সভার জন্য অধিবেশনের থিমও দিয়েছেন। যা মঙ্গলবার শুরু হতে চলেছে, পাশাপাশি তিনি ডিব্লিউজি-র এই সভাকে জি২০-তে উন্নয়নমূলক  এজেন্ডার তত্ত্বাবধায়ক হিসাবে উল্লেখ করেছেন।

ভারতের জি২০ প্রেসিডেন্সির অধীনে ১৮তম জি২০ নেতাদের শীর্ষ সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় শেরপা অমিতাভ বলেন, ২০২৩ সালে ৯ ও ১০সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে ভারতের জি২০ প্রেসিডেন্সির সবচেয়ে বড় সভা। যেখানে ৪৩ জন বিশ্বনেতা সহ ৯ জন বিশেষ আমন্ত্রিত ব্যক্তি উপস্থিত থাকবেন।

Leave a Reply