পশ্চিমবঙ্গের ৫টি বিখ্যাত শিল্পধারা নিয়ে অনন্য ডিজাইনের প্যাকেট লঞ্চ করল টাটা টি গোল্ড

উৎসবের মেজাজের সঙ্গে তাল মিলিয়ে পশ্চিমবঙ্গের অন্যতম প্রিয় চায়ের ব্র্যান্ড টাটা টি গোল্ড লঞ্চ করল ১৫টি উৎসব সংস্করণ প্যাকেটের এক বিশেষ সিরিজ, যার অনুপ্রেরণা হল বাংলার কারিগরদের হাতে তৈরি এই রাজ্যের সমৃদ্ধ ‘শিল্পকলা’। এই উদ্যোগের মাধ্যমে টাটা টি গোল্ড শুধু দুর্গাপুজোই উদযাপন করছে না, গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে থাকা বিভিন্ন প্রাণবন্ত শিল্পধারার প্রচারও করছে। উৎসব প্যাকের ডিজাইনের মাধ্যমে টাটা টি গোল্ড কারিগরদের সূক্ষ্ম নৈপুণ্যকে জীবন্ত করে তুলছে। টাটা টি গোল্ডের ক্যাম্পেনের উদ্দেশ্য সাংস্কৃতিকে ঐতিহ্যকে শ্রদ্ধা জানানো এবং পশ্চিমবঙ্গের অন্তরে যেসব শিল্পধারা রয়েছে সেগুলির উদযাপন করা।

এই সীমিত সংখ্যার প্যাকেটগুলো পশ্চিমবঙ্গের পাঁচটি আলাদা আলাদা ভৌগোলিক অঞ্চলের পাঁচটি শিল্পধারার অনুপ্রেরণায় তৈরি হয়েছে। মুর্শিদাবাদ অঞ্চলের বহরমপুরের শোলার কাজ, পূর্ব বর্ধমানের ডোকরা কারিগরদের গ্রামের ডোকরা শিল্প, বাঁকুড়ার পাঁচমুড়ার টেরাকোটা শিল্প, কালীঘাটের শিল্পের শিকড় রয়েছে নয়া, পিংলা ও পশ্চিম মেদিনীপুরে, আর কৃষ্ণনগরের জনপ্রিয় মাটির পুতুলগুলি তৈরি হয়েছে পুতুলপট্টি, ঘূর্ণি ও কৃষ্ণনগরে। অনন্য ডিজাইনের এই উৎসব প্যাকগুলির সম্ভার তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের ৫ জন স্বনামধন্য কারিগরের যৌথ প্রচেষ্টায়।

তাঁরা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পুজো উদযাপনের ৫টি বিশেষ দিনের আনন্দ ও সারবস্তুকে তুলে ধরেছেন। নতুন দুর্গাপুজো ক্যাম্পেন সম্পর্কে পুনীত দাস, প্রেসিডেন্ট – প্যাকেজড বেভারেজেস (ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া), টাটা কনজিউমার প্রোডাক্টস, বললেন “সীমিত সংখ্যক উৎসব প্যাকগুলো স্থানীয় আর্ট ডিজাইনগুলোকে সুদৃশ্য গোল্ড প্যাকেজিংয়ের মাধ্যমে সজীব করে তোলে এবং এই প্রাণবন্ত উৎসব যে উচ্ছ্বাস তৈরি করে তাকেও উদযাপন করে।”

Leave a Reply