নেক্সন ইভি পোর্টফোলিওতে পরিবর্তন আনলো টাটা মোটর্স

ভারতের অগ্রণী অটোমোবাইল নির্মাতা টাটা মোটর্স তাদের নেক্সন ইভি পোর্টফোলিওতে পরিবর্তন আনার কথা ঘোষণা করল। পরিবর্তন হচ্ছে মূল্য ও রেঞ্জের প্রসারণে। ২৫ জানুয়ারি থেকে নেক্সন ইভি ম্যাক্স ভেরিয়েন্টের ক্ষমতা হবে ৪৫৩ কিমি। বর্তমান ইভি ম্যাক্সের গ্রাহকদের ক্ষেত্রে ১৫ ফেব্রুয়ারি থেকে সফটওয়্যার আপগ্রেডের মাধ্যমে ক্ষমতা বৃদ্ধি করা হবে।

এই পোর্টফোলিওতে টাটা মোটর্স লঞ্চ করল নেক্সন ইভি ম্যাক্স এক্সএম। এর দাম ১৬.৪৯ লক্ষ টাকা। নেক্সন ইভি ম্যাক্স এক্সজেড+ লাক্স-এর দাম পরিবর্তিত হয়ে হল ১৮.৪৯ লক্ষ টাকা। এক্সএম-এর ফিচারগুলি বজায় রেখে এতে আরও বেশকিছু নতুন ফিচার যুক্ত করা হয়েছে। নেক্সন ইভি প্রাইম এক্সএম-এর দামে পরিবর্তন এনে করা হয়েছে ১৪.৪৯ লক্ষ টাকা।

নতুন নেক্সন ইভি ম্যাক্স এক্সএম ভেরিয়েন্টের ডেলিভারি আরম্ভ হবে এপ্রিল মাস থেকে। নেক্সন ইভি প্রাইম-এর দাম ভেরিয়েন্ট অনুসারে ১৪.৪৯ লক্ষ টাকা থেকে ১৬.৯৯ লক্ষ টাকা এবং ভেরিয়েন্ট অনুসারে নেক্সন ইভি ম্যাক্স-এর দাম ১৬.৪৯ লক্ষ টাকা থেকে ১৮.৯৯ লক্ষ টাকা।

Leave a Reply