এদেশের সর্ববৃহৎ কমার্সিয়াল ভেহিকেল নির্মাতা টাটা মোটর্স ফের দেশের ট্রাকিং ইতিহাসে নতুন অবদান হিসেবে লঞ্চ করল প্রথম সিএনজি-চালিত ‘মিডিয়াম অ্যান্ড হেভি কমার্সিয়াল ভেহিকেল’ (M&HCV) ট্রাক। এই ট্রাকের লঞ্চের মধ্য দিয়ে সূচনা হল এক নতুন যুগ ও ‘অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম’ (ADAS)।
আর সেইসঙ্গে টাটা মোটর্সের বহুবিক্রিত রেঞ্জের প্রাইমা, সিগনা ও আল্ট্রা ট্রাকে যুক্ত হল বিশ্বমানের ফিচার্স। একইসঙ্গে অ্যাডভান্সড ‘ইন্টারমিডিয়েট অ্যান্ড লাইট কমার্সিয়াল ভেহিকেল’ (I&LCV) টিপার্স ও ট্রাক লঞ্চ করা হয়েছে। নতুন লঞ্চ হওয়া ট্রাকগুলি টাটা মোটর্সের ‘পাওয়ার অব সিক্স’ সুবিধা প্রদান করবে, যা ‘হায়ার প্রোডাক্টিভিটি’র পাশাপাশি ‘টোটাল কস্ট অব ওনারশিপ’ (TCO) হ্রাস করবে।
টাটা মোটর্সের ‘M&HCV’ ও ‘I&LCV’ রেঞ্জের ট্রাকগুলিতে রয়েছে ‘ফ্লিট এজ’ (নেক্সট-জেন ডিজিটাল সলিউশন ফর অপ্টিমাল ফ্লিট ম্যানেজমেন্ট)। এছাড়াও এগুলিতে থাকছে নানারকম সুবিধা, যেমন সম্পূর্ণ সেবা, আপটাইম অ্যাস্যুরেন্স, ব্রেকডাউন অ্যাসিস্ট্যান্স, ইনস্যুরেন্স ও অ্যাক্সিডেন্টাল রিপেয়ার, এক্সটেন্ডেড ওয়ারেন্টি ও আরও অনেককিছু, যার ফলে গাড়ির রক্ষণাবেক্ষন করা ও স্থায়িত্ব দীর্ঘতর করা বেশ সহজ হয়ে ওঠে। নির্মাণের জন্য অত্যাধুনিক প্রযুক্তিকৌশল ব্যবহার করার কারণে ‘নতুন লঞ্চ হওয়া ৭টি ফুয়েল এফিসিয়েন্ট ডিজেল ও সিএনজি ট্রাকস ও টিপার্স নানারকম সুবিধা প্রদান করতে সক্ষম।