ইনজোন – পিসি গেমারদের জন্য সোনি ইন্ডিয়া নিয়ে এসেছে এই নতুন গেমিং গিয়ার ব্র্যান্ড। ইনজোন হেডসেট লাইন-আপে থাকছে দুইটি নতুন ওয়্যারলেস হেডসেট – ৩২ ঘন্টার ব্যাটারি লাইফ-সহ ইনজোন এইচ৯ ও ৪০ ঘন্টার ব্যাটারি লাইফ-সহ ইনজোন এইচ৭। সেইসঙ্গে থাকছে একটি ওয়্যার্ড হেডসেট – ইনজোন এইচ৩। ২৬ সেপ্টেম্বর থেকে সোনি ইনজোন হেডফোনগুলি পাওয়া যাচ্ছে সকল সোনি রিটেল স্টোর্স (সোনি সেন্টার ও সোনি এক্সক্লুসিভ), www.ShopatSC.com পোর্টাল, প্রধান ইলেক্ট্রনিক স্টোর্স ও অন্যান্য ই-কমার্স ওয়েবসাইটগুলি থেকে।
দামের রেঞ্জ এরকম: ইনজোন এইচ৯ – ২১৯৯০ টাকা (এমআরপি ২৭৯৯০ টাকা), ইনজোন এইচ৭ – ১৫৯৯০ টাকা (এমআরপি ২১৯৯০ টাকা) ও ইনজোন এইচ৩ – ৬৯৯০ টাকা (এমআরপি ৯৯৯০ টাকা)।সোনির নতুন ইনজোনের তিনটি মডেলেই রাখা হয়েছে মিউট ফাংশন-সহ ফ্লেক্সিবল ফাইল-আপ বুম মাইক্রোফোন, নয়েজ ক্যান্সেলিং ও অ্যাম্বিয়েন্ট সাউন্ড মোড, ‘বেটার গেমপ্লে’র জন্য ‘ইন্টারঅপারাবিলিটি’, ৩৬০ স্পেশাল সাউন্ড (360 Spatial Sound) ও ৭.১সিএইচ সারাউন্ড সাউন্ড।
হেডফোন টেকনোলজিতে সোনির অভিজ্ঞতা ব্যবহার করে ইনজোন এইচ৯ ও ইনজোন এইচ৭ হেডফোনের ডায়াফ্রাম তৈরি হয়েছে ইউনিক শেপে, ফলে এগুলি ‘এক্সট্রিমলি হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড’ রিপ্রোডিউস করার ক্ষমতাযুক্ত।