সোনি ইন্ডিয়ার নতুন হেডফোন

সোনি ইন্ডিয়া লঞ্চ করল বহু-প্রতীক্ষিত হেডফোন – ডব্লিউএইচ-১০০০এক্সএম৫। সোনির ১০০০এক্সএম ফ্যামিলিতে নতুন সংযোজন হিসেবে আসা এই হেডফোনে রয়েছে সোনির সুবিখ্যাত অডিয়ো কোয়ালিটি।

 এই হেডফোনটি একইসঙ্গে দুইটি ডিভাইসের সঙ্গে যুক্ত করা যাবে। ডব্লিউএইচ-১০০০এক্সএম৫ হেডফোন গুগলের নতুন ফাস্ট পেয়ার ফিচারের সঙ্গে সঙ্গতিপূর্ণ, যা সহজেই অ্যান্ড্রয়েড ডিভাইসের সঙ্গে যুক্ত করা যায়। নতুন হেডফোনের জন্য বিশেষ প্রি-বুকিং অফার এনেছে সোনি ইন্ডিয়া।

গ্রাহকরা ডব্লিউএইচ-১০০০এক্সএম৫ বুক করতে পারবেন বিশেষ উদ্বোধনী মূল্য ২৬৯৯০ টাকায় (এমআরপি ৩৪৯৯০ টাকা)। অফার চালু থাকবে ২১ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত। ডব্লিউএইচ-১০০০এক্সএম৫ ওভার-ইয়ার হেডফোন পাওয়া যাবে সকল সোনি সেন্টার, মুখ্য ইলেক্ট্রনিক স্টোর্স ও ই-কমার্স পোর্টালগুলি থেকে।

Leave a Reply