সোনি ইন্ডিয়ার ব্রাভিয়া ৩২ডব্লু৮৩০কে টিভি

ব্রাভিয়া ৩২ডব্লু৮৩০কে টেলিভিশন – এই নতুন টিভি লঞ্চ করল সোনি ইন্ডিয়া। সোনি ব্রাভিয়া কেডি-৩২ডব্লু৮৩০কে মডেলের টেলিভিশন ১১ মে থেকে ২৮,৯৯০ টাকায় পাওয়া যাবে সকল সোনি সেন্টার, প্রধান ইলেক্ট্রনিক স্টোর্স ও ই-কমার্স পোর্টালগুলি থেকে।

ব্রাভিয়া ৩২ডব্লু৮৩০কে টেলিভিশনে রয়েছে ‘অ্যাট্রাক্টিভ পিকচার কোয়ালিটি’ ও ‘লাইফ লাইক সাউন্ড’। নতুন ৮০সেমি (৩২) এইচডি রেডি গুগল টিভি দর্শকদের দেবে মুভি, গেম ও অ্যাপ থেকে আনা শো বা ব্রডকাস্ট উপভোগ করার সুবিধা, যার সঙ্গে থাকবে অ্যাডভান্সড ভয়েস কন্ট্রোল ও বিল্ট-ইন ক্রোমকাস্ট। গুগল অ্যাসিস্ট্যান্ট চালিত গুগল টিভি ভয়েস সার্চের মাধ্যমে দর্শকরা এক ‘স্মার্ট ইউজার এক্সপিরিয়েন্স’ লাভ করতে পারবেন, যার সঙ্গে থাকবে অফুরন্ত মনোরঞ্জনের সুবিধা। এটি অ্যাপল এয়ারপ্লে ২ ও হোমকিট-এর সঙ্গেও চালানো যাবে।

সোনির ব্রাভিয়া ৩২ডব্লু৮৩০কে টেলিভিশনে রয়েছে এইচডিআর পিকচার প্রসেসর। এই টিভিতে ‘ফুল এইচডি ক্ল্যারিটি’ পাওয়া যাবে। ‘লাইভ কলার ফিচার’ থাকায় পাওয়া যাবে একদম স্বাভাবিক জীবন্ত রঙের অভিজ্ঞতা। এছাড়া ডলবি অডিয়ো ও ক্লিয়ার ফেজ ফিচারের মাধ্যমে এই টিভির স্পিকার থেকে ২০ ওয়াট পাওয়ারফুল সাউন্ড পাওয়া যাবে।

Leave a Reply