সোনি ব্রাভিয়া এক্সআর মাস্টার এ৯৫কে ওলেড টিভি

ব্রাভিয়া এক্সআর মাস্টার সিরিজে সোনি ইন্ডিয়া লঞ্চ করল তাদের নতুন ওলেড (OLED TV) টিভি – এ৯৫কে ওলেড টিভি (A95K OLED TV)। সোনির এক্সআর-৬৫এ৯৫কে ওলেড টিভি পাওয়া যাচ্ছে সকল সোনি সেন্টার, মুখ্য ইলেক্ট্রনিক স্টোর্স ও ই-কমার্স পোর্টালগুলি থেকে। এর দাম ৩৬৯,৯৯০ টাকা।

সোনির এই নতুন টিভিতে রয়েছে নতুন ওলেড প্যানেল-সহ কগনিটিভ প্রসেসর এক্সআর। অত্যাধুনিক টেকনোলজি সম্পন্ন এই নতুন ওলেড টিভি দর্শকদের দেবে এক সম্পূর্ণ নতুন ‘ভিউইং এক্সপিরিয়েন্স’। কগনিটিভ প্রসেসর এক্সআর মানুষের মস্তিষ্কের মতো চিন্তা করতে সক্ষম, ফলে দর্শকদের দেখার অভিজ্ঞতা হয়ে ওঠে অসাধারন।

এই টিভি যেমন বেস্ট-ইন-ক্লাস, তেমনই এতে রয়েছে আল্ট্রা-রিয়ালিস্টিক পিকচার কোয়ালিটি ও লাইফলাইক কনট্রাস্ট। অভিনব কগনিটিভ প্রসেসর এক্সআর থাকার ফলে সোনি ব্রাভিয়া এক্সআর টিভি যেকোনও কনটেন্ট রিপ্রোডিউস করে ঠিক যেভাবে মানুষের চোখ দেখতে পায় এবং শোনার অভিজ্ঞতা হয়ে ওঠে একেবারে ‘লাইফলাইক’।

Leave a Reply