৩ডি বডি স্ক্যানিং-এর মাধ্যমে তৈরি হবে সাইজ চার্ট

ভারতের নিজস্ব স্বদেশী সাইজ চার্ট তৈরি করার জন্য জাতীয় স্তরে মাল্টিসিটি হিউম্যান সেফ ৩ডি বডি স্ক্যানিং ম্যারাথন সার্ভে শুরু করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি (এনআইএফটি)। এই সার্ভের জন্য  এনআইএফটি প্রথমে জেন্ডার, এলাকা এবং বয়সের ভিত্তিতে তথ্য একত্রিত করবে।

ভারতীয়দের শরীরের সঠিক মাপ নিতে মাল্টিসিটি সাইজিং সার্ভের মাধ্যমে ৩ডি বডি স্ক্যানিং প্রযুক্তি ব্যবহার করবে এনআইএফটি।  এই ৩ডি বডি স্ক্যানিং প্রযুক্তি রয়েছে কলকাতার বালিগঞ্জে। যার মাধ্যমে ভারতের ছয়টি অঞ্চলের ছয়টি ভিন্ন শহরে ১৫-৬৫ বছরর  ২৫,০০০ এরও বেশি লোককে কভার করার লক্ষ্য রয়েছে।

 দ্বিতীয় ধাপে শিশুদের জন্য মাপ নেওয়া হবে। উল্লেখ্য,  ডিজাইন স্মিথ প্রাইভেট লিমিটেডের সহায়তায় ২০২১ সালের জুলাই থেকে এই সার্ভে শুরু করেছে এনআইএফটি। ডিজাইন স্মিথ হল এই প্রকল্পের অন গ্রাউন্ড এক্সিকিউশন পার্টনার। কলকাতা এনআইএফটি-র ডিরেক্টর ভি. ললিথালক্ষ্মী বলেন,  আমরা ইন্ডিয়া সইজ প্রকল্পের সাথে যুক্ত  হতে পেরে গর্বিত।

Leave a Reply