শেয়ার ভ্যালুর নিরিখে পারফিউম সেগমেন্টে হ্যাট্রিক রিয়ার

নিলসন আইকিউ রিটেইল অডিট রিপোর্ট অনুসারে মহামারীর চ্যালেঞ্জ সত্ত্বেও ২০২১- ২০২২ অর্থবছরে  ৮০ কোটি টাকার টার্নওভার সহ পারফিউম শিল্পে ২৫ বছরের মাইলফলক পূর্ণ করেছে ভারতের শীর্ষস্থানীয় পারফিউম ব্র্যান্ড রিয়া৷  সম্পূর্ণ দেশীয় ব্র্যান্ড পারফিউম রিয়ার লক্ষ হল ২০২৫ সালের মধ্যে ২৪০ কোটি টাকার টার্নওভার অর্জনের জন্য সুগন্ধি শিল্পের বাজারে ২০% পার্টনারশীপ। উল্লেখ্য, ১০.৮% শেয়ার শেয়ার ভ্যালুর  নিরিখে ভারতে তৃতীয় বারের জন্য পারফিউম সেগমেন্টকে লিড করছে রিয়া। 

এন.কে দাগা ও এল.কে সোনির উদ্যোগে মাত্র এক লাখ টাকার পুঁজি নিয়ে  ১৯৯৭ সালে কলকাতায় যাত্রা শুরু করে রিয়া। অডিট রিপোর্ট অনুসারে ২০২১ সালে জানুয়ারী-ডিসেম্বর পর্যন্ত ই-কমার্স রাজস্ব বাদ দিয়ে ভারতে রিয়া পারফিউমের ব্যবসা ছিল ৭৯০ কোটি টাকা। যা ২০২৫ সালে (ই-কমার্স সহ) বেড়ে হবে ১২০০ কোটি টাকা।   

রিয়া পারফিউমের সহ প্রতিষ্ঠাতা এন.কে দাগা বলেন, ৩০০ বছরের বেশি  সময় ধরে সুগন্ধি তৈরির দীর্ঘ ইতিহাস রয়েছে ভারতের। সেই ঐতিহ্য ধরে রাখতে পেরে আমরা গর্বিত।

Leave a Reply