পূর্বের বাজারে ধরতে আঞ্চলিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর

গ্যাস-ও-ফাস্ট রোপসের পক্ষ থেকে পুণরায় বাংলার আঞ্চলিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হল অভিনেতা বিশ্বনাথ বসুকে। এই গ্যাস-ও-ফাস্ট হল ম্যানকাইন্ড ফার্মা হাউজের একটি আয়ুর্বেদিক অ্যান্টাসিড ব্র্যান্ড। ব্র্যান্ড এবং বিখ্যাত অভিনেতা তাদের অ্যাসোসিয়েশন অব্যাহত রেখে একটি নতুন টিভিসি চালু করবে যা বাংলা নববর্ষ উপলক্ষে উন্মোচন করা হবে।

উল্লেখ্য পূর্ব ভারতের বাজারে পসার জমাতেই গ্যাস-ও-ফাস্টের এই উদ্যোগ। গ্যাস-ও-ফাস্টের লক্ষ্য হল আঞ্চলিক ভাষায় বাংলার গ্রাহকদের সাথে সরাসরি সংযোগ তৈরির মাধ্যমে  “ইন্ডিয়া কে অ্যাসিডিটি কা ইন্ডিয়ান সলিউশন” প্রদান। যাতে একটি বৃহত্তর বাজারের শেয়ার দখল করা যায়। এই কথা মাথায় রেখেই বিশ্বনাথ বসুকে আঞ্চলিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করেছে গ্যাস-ও-ফাস্ট।

ম্যানকাইন্ড ফার্মার সেলস অ্যান্ড মার্কেটিং-এর জেনারেল ম্যানেজার জয় চ্যাটার্জি বলেন, আমরা বিশ্বাস করি, যে কোনো বিষয়বস্তু দর্শকদের কাছে তাদের নিজস্ব আঞ্চলিক ভাষায় চিত্রিত হলে তারা তা ভালোভাবে গ্রহণ করে। তাই আঞ্চলিক অ্যাম্বাসেডর হিসেবে বিশ্বনাথ বসুকে সিলেক্ট করা হয়েছে।

Leave a Reply