প্রিমিয়াম ব্র্যান্ড বাইক ওয়েল পেট্রোনাস

২ ও ৩ ডিসেম্বর গোয়ার ভ্যাগাটরে অনুষ্ঠিত ভারতের বৃহত্তম বাইকিং উৎসবে অ্যান্থেম ২.০ লঞ্চ  করল পেট্রোনাস লুব্রিকেন্টস (ইন্ডিয়া) প্রাইভেট লিমিটেড। এই পেট্রোনাস লুব্রিকেন্টস হল প্রিমিয়াম মোটরসাইকেল তেলের ব্র্যান্ড। দেশ ব্যাপী উত্সাহীরা দুই দিনের এই কর্মকাণ্ডে যোগদান করেন। 

রাইডার অ্যান্থেম ২.০ হল একটি আকর্ষণীয় র্যা্প গান।  যা বলিউডের র্যা্পারকিং অর্জুন কানুনগো গেয়েছেন। “পেট্রোনাস স্প্রিন্টার সাথে পাওয়ার আপ” থিমের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই গান। গায়ক অর্জুন কানুনগো সমন্বিত রাইডার অ্যান্থেম-এর প্রথম সংস্করণ গত বছরে বেশ জনপ্রিয় হয়।

 পেট্রোনাস লুব্রিকেন্টস -এর সিইও প্রণব ভানেগে বলেন, আমরা  গত কয়েক বছর ধরে ইন্ডিয়া বাইক সপ্তাহের সাথে অংশীদারিত্ব করতে পেরে উচ্ছ্বসিত।

Leave a Reply