পকেট-সাইজ ৪জি রাউটার – ভি মাইফাই

ভি ফ্যামিলি প্ল্যান ও ইন্ডিভিজুয়াল পোস্ট পেইড প্ল্যানের গ্রাহকদের জন্য ভারতের অগ্রণী টেলিকম ব্র্যান্ড ভি (Vi) লঞ্চ করল ভি মাইফাই (Vi MiFi)। এটি হল এক পকেট-সাইজড ৪জি রাউটার যা যেকোনও সময়ে একসঙ্গে একাধিক ডিভাইসের জন্য রিলায়েবল, হাই-স্পিড ও সিকিয়োর কানেক্টিভিটি প্রদান করে। দেশের ৬০টি শহরের নির্বাচিত ভি স্টোরসমূহে ভি মাইফাই পাওয়া যাবে।

ভি মাইফাই ১৫০ এমবিপিএস সুপারফাস্ট স্পিড দিতে পারে ও একসঙ্গে ১০টি পর্যন্ত ওয়াই-ফাই ডিভাইসের (যেমন মোবাইল, স্মার্ট টিভি, ল্যাপটপ, ট্যাবলেট, সিসিটিভি, স্মার্ট স্পিকার ইত্যাদি) সঙ্গে সংযোগ ঘটাতে পারে। হাই-স্পিড ও সিকিয়োর ইন্টারনেট অ্যাক্সেসের কারণে ভি মাইফাই গ্রাহকদের কাছে খুবই উপযোগী বলে বিবেচ্য হবে। ছিমছাম গড়নের ও হালকা ওজনের ভি মাইফাই-এ রয়েছে ২৭০০এমএএইচ রিচার্জেবল ব্যাটারি যা বিনাবাধায় ৫ ঘন্টা অবধি কানেক্টিভিটি দিতে পারে – মাত্র একবারের চার্জেই।

গ্রাহকরা মাত্র ২০০০ টাকা মূল্যের ভি মাইফাই ডিভাইস কিনতে পারেন ভি ফ্যামিলি পোস্টপেইড প্ল্যানের সঙ্গে অ্যাড-অন কানেকশন হিসেবে। এক্ষেত্রে সকল নম্বরের জন্য মাত্র একটি বিল হবে। ভি মাইফাই ৩৯৯ টাকা থেকে শুরু ইন্ডিভিজুয়াল পোস্টপেইড প্ল্যানের সঙ্গেও পাওয়া যাবে।

Leave a Reply