অগ্রণী ই-কমার্স ফার্নিচার ও হোম গুডস কোম্পানি পেপারফ্রাই আসামের শিলচরে তাদের প্রথম স্টুডিয়ো লঞ্চ করল। বর্তমানে দেশের ১০০টিরও বেশি শহরে পেপারফ্রাই-এর ২০০টিরও বেশি স্টুডিয়ো রয়েছে।
পেপারফ্রাই স্টুডিয়োগুলি ভারতের রিটেল ফার্নিচার ব্যবসার চিত্রের আমূল পরিবর্তন ঘটিয়েছে। বর্তমানে তাদের ইউনিক পার্টনারের সংখ্যা ৯০-এরও বেশি। শিলচরে শিলচর হসপিটাল রোডে নতুন স্টুডিয়োটি লঞ্চ হয়েছে লাইফকুজ বিল্ডমার্ট ট্রেডার্সের সঙ্গে পার্টনারশিপে। এখানে গ্রাহকরা ফার্নিচার ও হোম প্রোডাক্টের বিশাল সম্ভারের সন্ধান পাবেন, সেইসঙ্গে পাবেন কোম্পানির ইন্টেরিয়র ডিজাইন কনসাল্টেন্টদের ‘স্পেশালাইজড ডিজাইন অ্যাডভাইস’।
২০১৭ সালে লঞ্চ হওয়া পেপারফ্রাই ফ্র্যাঞ্চইজি বিজনেস মডেলে রয়েছে – অর্ডার ফুলফিলমেন্ট, আফটার সেলস সার্ভিস, স্টুডিয়ো ডিজাইন, লঞ্চ ও সেট-আপের ব্যাপারে সহায়তা, অপারেশনাল গাইডেন্স, মার্কেটিং ও প্রোমোশন। ২০২১ সালে চালু হয়েছে পেপারফ্রাই অ্যাক্সিলারেটর প্রোগ্রাম, যার উদ্দেশ্য হল পেপারফ্রাই-এর অফলাইন ফুটপ্রিন্টের প্রসারণ। এই মডেলে ফ্র্যাঞ্চাইজি পার্টনারদের ন্যূনতম মূলধন প্রয়োজন হয় মাত্র ১৫ লক্ষ টাকা।