রিলায়েন্স ট্রেন্ডসের সাজ পার্বন সেলিব্রেট এবং পুরস্কার বিতরণে পরমব্রত চ্যাটার্জি

গ্রাহকদের কাছে এই উত্সবের মরসুমকে বিশেষ আকর্ষণীয় করে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে রিলায়েন্স ট্রেন্ডস। এই উদ্যোগকে সফল করে তুলতে পুজোর পাঁচ দিন পাঁচ রকমের লুক অফার করে ট্রেন্ডস। যার ট্যাগ লাইন হল  লুক ফর ফ্যাশন। যা সাজ পার্বন নামে ২০২১ সালে একটি গ্রাহক এনগেজমেন্ট প্রোগ্রামে রূপান্তরিত হয়েছিল। উৎসবের মরশুমে গ্রাহকদের আকৃষ্ট করতে পূজার সাথে ট্রেন্ডসের এই অ্যাসোসিয়েশন হাইপারলোকাল প্রতিশ্রুতির প্রতিধ্বনি।

বলাবাহুল্য চলতি বছরে ট্রেন্ডস তার সাজ পার্বনকে পশ্চিমবঙ্গের ২১ টি জেলায় ছড়িয়ে দিয়েছে। এছাড়া পুজোর পাঁচ দিন গ্রাহকরা যাতে ফ্যাশনের সাথে সামঞ্জস্য রেখে তাঁদের পছন্দ অনুযায়ী পোশাক নির্বাচন করতে পারেন সেই কথা মাথায় রেখে ট্রেন্ডস তার প্রতিটি স্টোরকে বিশেষ পূজা কালেকশনে সাজিয়ে তুলেছে।  

এই উত্সবের মরসুমে এটি শুধুমাত্র  রিলায়েন্স ট্রেন্ডসের একটি ফেস্টিভ্যাল কালেকশনই নয়।  ট্রেন্ডসের উদ্দেশ্য হল একটি ব্র্যান্ড হিসেবে পশ্চিমবঙ্গের সংস্কৃতির সাথে একটি আবেগের সম্পর্ক গড়ে তোলা। যাতে  পশ্চিমবঙ্গের সংস্কৃতির সাথে ট্রেন্ডসের ফ্যাশনেবেল পরিধানের একটি  সুদঢ় বন্ধন গড়ে ওঠে। অভিনেতা শন ব্যানার্জী বলেন,  ট্রেন্ডসের এই ফেস্টিভ কালেকশনে অংশগ্রহণ করতে পেরে আমি গর্বিত।

Leave a Reply