অ্যাপোলো হসপিটালসের পেডিয়াট্রিক অর্থো ক্লিনিক

কলকাতায় চালু হল অ্যাপোলো হসপিটালস চেন্নাই পরিচালিত ‘পেডিয়াট্রিক অর্থো ক্লিনিক’। এই ক্লিনিকে শিশুদের অস্থিবিষয়ক যাবতীয় সমস্যার বিশেষ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এই ক্লিনিকের তত্ত্বাবধানে রয়েছেন অ্যাপোলো চিল্ড্রেন্স হসপিটালস চেন্নাইয়ের পেডিয়াট্রিক অর্থোপেডিসিয়ান ডাঃ আর শঙ্কর। তিনি ইউকে, আয়ারল্যান্ড ও ভারত-সহ বিভিন্ন দেশে প্রশিক্ষণপ্রাপ্ত এবং চিকিৎসাক্ষেত্রে যথেষ্ট অভিজ্ঞতাসম্পন্ন। এই ক্লিনিক প্রতিষ্ঠার ফলে কলকাতা ও সন্নিহিত অঞ্চলের মানুষের অস্থিসংক্রান্ত সমস্যার চিকিৎসার ব্যাপারে খুবই সুবিধা হবে।

কলকাতায় চালু হওয়া পেডিয়াট্রিক অর্থো ক্লিনিকে শিশুদের যেসব সমস্যার ব্যাপারে চিকিৎসাগত পরামর্শ প্রদান করা হবে, সেগুলির মধ্যে রয়েছে – বোন অ্যান্ড স্পাইন ডিসঅর্ডার, ক্লাবফুট, স্পাইন ডিসঅর্ডার, লিম্ব লেংথ ডিসঅর্ডার, ফ্র্যাকচার/ ট্রমা, বোন টিউমার ও ইনফেকশন। যেসব কমবয়সী রোগীদের উপরোক্ত সমস্যাবলী রয়েছে তাদের এই ক্লিনিক থেকে ‘এক্সপার্ট অ্যাডভাইস’ দেওয়া হবে, ফলে তাদের আর চেন্নাইয়ে যেতে হবে না।

কলকাতায় অ্যাপোলো হসপিটালস (চেন্নাই) রিজিওনাল অফিসে পেডিয়াট্রিক অর্থো ক্লিনিক খোলা থাকবে প্রতিমাসের তৃতীয় শনিবার। অ্যাপয়েন্টমেন্টের জন্য ৮০১৭৩ ৬৩৬৩৬ বা ৬২৯২২ ৩৩৬৩৬ নম্বরে যোগাযোগ করতে হবে।

Leave a Reply