ওপেন ডিজিটাল বিজনেস প্লাটফর্ম – সিমেন্স এক্সিলারেটর

‘সিমেন্স এক্সিলারেটর’ (Siemens Xcelerator) – মুম্বইয়ে আয়োজিত সিমেন্সের অ্যানুয়াল ফ্ল্যাগশিপ ইভেন্ট ‘সিমেন্স ইন্ডিয়া ইনোভেশন ডে ২০২২’ উপলক্ষে সিমেন্স লঞ্চ করল এই ‘সিমেন্স এক্সিলারেটর’। ‘সিমেন্স এক্সিলারেটর’-এর লক্ষ্য হল ইন্ডাস্ট্রি, বিল্ডিংস, গ্রিডস ও মোবিলিটি ক্ষেত্রের সকল গ্রাহকের জন্য ‘ডিজিটাল ট্রান্সফর্মেশন’ ও ‘ভ্যালু ক্রিয়েশন’ ত্বরাণ্বিত করা।

‘সিমেন্স এক্সিলারেটর’ হল এক ‘ওপেন অ্যান্ড ইভল্ভিং ডিজিটাল বিজনেস ইকোসিস্টেম’, যার পোর্টফোলিওতে রয়েছে সিমেন্সের ‘ডিজিটাল’ ও ‘ইন্টারনেট অব থিংস’-চালিত (আইওটি) নানারকম সুবিধা, যেমন সফটওয়্যার, হার্ডওয়্যার ও ডিজিটাল সার্ভিসেস।

সিমেন্স ইন্ডিয়ার অ্যানুয়াল ফ্ল্যাগশিপ ইভেন্ট ‘সিমেন্স ইন্ডিয়া ইনোভেশন ডে ২০২২’ অনুষ্ঠানে কোম্পানির পক্ষ থেকে ডিজিটাল ট্রান্সফর্মেশন ত্বরাণ্বিত করার ব্যাপারে বিভিন্ন সংস্থাকে সাহায্য করার লক্ষ্যে আধুনিক টেকনোলজি ও ইনোভেটিভ সলিউশনসের এক বিশাল সম্ভার পেশ করা হয়েছিল।

Leave a Reply