একশো শতাংশ ভেগান প্রোডাক্ট অ্যাভোকাডো বডি বাটার

ব্রিটিশ বংশোদ্ভূত আন্তর্জাতিক প্রসাধনী সংস্থা দ্য বডি শপ বাজারে নিয়ে এল অ্যাভোকাডো বডি বাটার। এই শীতে যা ত্বকের হাইড্রেশন দূর করে ত্বককে কোমল ও সতেজ রাখতে সাহায্য করবে।

এটি একশো শতাংশ ভেগান অর্থাৎ নিরামিষ প্রোডাক্ট।মনোস্যাচুরেটেড এবং পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন এ, ডি, এবং ই-এর সমৃদ্ধ উত্স এই অ্যাভোকাডো বডি বাটার ত্বককে ময়শ্চারাইজিং, কন্ডিশনিং সহ ইউভি রশ্মি থেকে রক্ষা করতে সাহায্য করে।

৯৬% প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি দ্য বডি শপের অ্যাভোকাডো বডি বাটার প্রয়োজনীয় আর্দ্রতা পূরণ করে ত্বককে ৯৬ ঘন্টা পর্যন্ত শুষ্কতা এবং বলিরেখা থেকে রক্ষা করবে।

Leave a Reply