বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ভাষা শিক্ষার অ্যাপ ‘ডুওলিঙ্গো’ বাংলা থেকে ইংরেজি শেখার জন্য একটি নতুন কোর্স চালু করল। এবার বাংলাভাষীরা ডুওলিঙ্গো অ্যাপের মাধ্যমে আইওএস, অ্যান্ড্রয়েড ও ওয়েবে বিনামূল্যে ইংরেজি শিখতে পারবেন।
ভারতীয়দের মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক ভাষা শিক্ষার আগ্রহ রয়েছে। ওইসব ভাষার মধ্যে শীর্ষস্থানে রয়েছে ইংরেজি। এবার ইংরেজি শেখার জন্য বাংলা চালু করার মধ্য দিয়ে ডুওলিঙ্গো ভারত ও বাংলাদেশ-সহ বিশ্বের ৩০০ মিলিয়ন বাংলা ভাষাভাষীদের খুবই সুবিধা করে দিল। ডুওলিঙ্গো ইন্ডিয়ার কান্ট্রি মার্কেটিং ম্যানেজার করণদীপ সিং কাপানি জানান, ভারত হল ডুওলিঙ্গোর দ্রুতবর্ধনশীল মার্কেটগুলির অন্যতম।
এখানে হিন্দি ও বাংলা ছাড়াও আরও বেশকিছু আঞ্চলিক ভাষায় ভাষাশিক্ষার কর্মসূচি রয়েছে ডুওলিঙ্গোর। ডুওলিঙ্গো অ্যাপের ব্যাপারে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন শহর এবং উত্তরপূর্বাঞ্চলে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ডুওলিঙ্গো। এজন্য তিনটি জিঙ্গল চালু করা হচ্ছে, যা কম্পোজ করেছেন বিশিষ্ট বাংলা কম্পোজার সুরজিৎ চ্যাটার্জি। এতে কন্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়িকা অনন্যা চক্রবর্তী।