৯টি রাজ্যে ১২টি নতুন ডিলারশিপ নিউ হল্যান্ড এগ্রিকালচারের

নিউ হল্যান্ড এগ্রিকালচার দেশের বিভিন্ন স্থানে ১২টি নতুন ডিলারশিপ চালু করল। এর উদ্দেশ্য হল কৃষকদের আধুনিক প্রযুক্তি-ভিত্তিক কৃষির সুফল প্রদান করা। কৃষকরা যাতে অত্যাধুনিক প্রযুক্তির সুযোগ নিতে পারেন সেজন্য নিউ হল্যান্ড এগ্রিকালচার জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ৯টি রাজ্যে ১২টি নতুন ডিলারশিপ নিয়োগ করেছে। রাজ্যগুলি হল – পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড় ও বিহার।

নিউ হল্যান্ড এগ্রিকালচারের ডিলারশিপগুলি গ্রাহক ও কোম্পানির মধ্যে সংযোগ রক্ষা করে। কোম্পানির নতুন ডিলারশিপগুলি একদিকে যেমন ব্যবসাবৃদ্ধি করবে, তেমনই অন্যদিকে দৃষ্টি রাখবে যাতে গ্রাহকরা তাদের বিনিয়োগের বিনিময়ে উপযুক্ত সুফল অর্জন করতে পারেন। নিউ হল্যান্ড এগ্রিকালচার একটি একক সংস্থা হিসেবে ভারতে প্রতিষ্ঠিত হয়েছে ১৯৯৬ সালে। তারপর থেকে এযাবৎ এই কোম্পানি ৩০০,০০০টি ট্রাক্টর বিক্রয় করেছে। নিউ হল্যান্ডের ট্রাক্টরগুলি যেমন শক্তিশালী, তেমনই নানারকম কাজের উপযোগী।

নিউ হল্যান্ড এগ্রিকালচার তাদের ৪৭০টির অধিক ডিলারশিপ ও ১০০০টির অধিক কাস্টমার টাচপয়েন্টের মাধ্যমে সাফল্যের সঙ্গে দেশের ৫০০,০০০ জন গ্রাহককে পরিষেবা দিয়ে চলেছে। কাস্টমার টাচপয়েন্টগুলির মধ্যে রয়েছে মেইন ডিলার, অথরাইজড সার্ভিস সেন্টার, ডিলার ব্রাঞ্চ ও স্যাটেলাইট ডিলার।

Leave a Reply