বাংলা-সহ ১০ ভাষায় ম্যাট্রিমনি অ্যাপ – জোড়ি

জোড়ি – ভারতের অগ্রণী অনলাইন ম্যাট্রিমনি কোম্পানি ‘ম্যাট্রিমনি ডট কম’ লঞ্চ করল এই জোড়ি অ্যাপ। এই অ্যাপ হল সকলের জন্য মাতৃভাষায় ব্যবহারযোগ্য একটি ম্যাচমেকিং অ্যাপ। বিগত ২২ বছর ধরে লক্ষ লক্ষ ভারতবাসীকে জীবনসঙ্গী খুঁজে দেওয়ার কাজে সফলতা অর্জনের পর ‘ম্যাট্রিমনি ডট কম’ এই নতুন অ্যাপ নিয়ে এসেছে, কারণ অনেকেই চান মাতৃভাষায় ম্যাচমেকিং সার্ভিস। এই সার্ভিস পাওয়া যাবে অ্যান্ড্রয়েডে। যারা ডিপ্লোমা, পলিটেকনিক, দ্বাদশ, দশম বা আরও নিম্ন স্ট্যান্ডার্ডের শিক্ষাগ্রহণ করেছেন, তাদের চাহিদা পূরণ করবে জোড়ি অ্যাপ। পেশাগত দিক থেকে ‘ব্লু কলার ওয়ার্কার’ ও ‘সেলফ-এমপ্লয়েড’ মানুষজনের কাছে এই অ্যাপ গ্রহণীয় হবে।

বাংলা ছাড়াও জোড়ি অ্যাপের পরিষেবা পাওয়া যাবে আরও নয়টি ভাষায়, যেগুলির মধ্যে রয়েছে হিন্দি, মারাঠি, পাঞ্জাবী, গুজরাটি, তামিল ও তেলুগু। জোড়ি সহজে ব্যবহারযোগ্য অ্যাপ। প্রোফাইল তৈরির জন্য কিছু ‘বেসিক ইনফর্মেশন’ প্রয়োজন হয়। নিজেদের ভাষাতেই রেজিস্টার করে ধর্ম, শহর, সম্প্রদায়, শিক্ষা ও উপার্জন অনুযায়ী ‘ম্যাচ’ খোঁজা সম্ভব। জোড়িতে রেজিস্ট্রেশন বিনামূল্যে করা যায়, তবে কিছু বাড়তি সুবিধার জন্য সাশ্রয়ী ‘পেইড প্ল্যান’ও রয়েছে।

জোড়ি অ্যাপ লঞ্চ প্রসঙ্গে ম্যাট্রিমনি ডট কম-এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ও চিফ মার্কেটিং অফিসার অর্জুন ভাটিয়া বলেন, ডিজিটাল ওয়ার্ল্ডের প্রসারণের যুগে জোড়ি হল নিরাপদে পছন্দসই লাইফ পার্টনার খোঁজার এক ‘সিম্পল টেকনোলজি সলিউশন’।

Leave a Reply