রিপোস এনার্জির সঙ্গে এবার হাত মেলাল মাহিন্দ্রা’র ট্রাক ও বাস ডিভিশন (এমটিবি)। তাদের উদ্দেশ্য ‘রেডিমেড ফুয়েল বাউজার’ ট্রাকের মাধ্যমে ডোরস্টেপ ফুয়েল ডেলিভারির চাহিদা পূরণ করা।
বর্তমানে দেশে ডোরস্টেপ ফুয়েল ডেলিভারি ব্যবস্থা দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে বলেই তাদের এই উদ্যোগ।
মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেডের বিজনেস হেড (কমার্সিয়াল ভেহিকেলস) জলজ গুপ্তা ও রিপোস এনার্জির কো-ফাউন্ডার চেতন ওয়ালুঞ্জ জানান, ফুয়েল বাউজার বিজনেস সলিউশনের ক্ষেত্রে রিপোস এনার্জির দক্ষতা ব্যবহার করে মাহিন্দ্রা’র লাইট অ্যান্ড ইন্টারমিডিয়েট কমার্সিয়াল ভেহিকেল রেঞ্জের ফিউরিও ট্রাকের মাধ্যমে ডোরস্টেপ ফুয়েল ডেলিভারি ব্যবস্থা সাফল্য অর্জন করতে সক্ষম হবে বলে তারা আশা করেন।