মাহিন্দ্রা’র গ্যারান্টি: জ্বালানি সাশ্রয় অথবা মেশিন ফেরৎ

গ্রাহকদের জন্য এক অভিনব গ্যারান্টি নিয়ে এসেছে মাহিন্দ্রা গ্রুপের কনস্ট্রাকশন ইকুইপমেন্ট ডিভিশন (এমসিই) – ‘লিটারপ্রতি অধিক জ্বালানি সাশ্রয় করুন, বিফলে মেশিন ফেরৎ দিন’ (Get Highest Productivity Per Liter of Fuel or Give Machine Back)। এমসিই এই গ্যারান্টি দিচ্ছে তাদের বিএস৪ রেঞ্জের ব্যাকহো লোডার ‘মাহিন্দ্রা আর্থমাস্টার’-এর ওপর।

আর্থমাস্টার রেঞ্জ সবরকমের ব্যাকহো কাজের উপযুক্ত, যেমন মাইনিং, ট্রেঞ্চিং, ক্রাশার, বিল্ডিং কনস্ট্রাকশন ইত্যাদি কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির নানারকম কাজ। মাহিন্দ্রার নতুন আর্থমাস্টার রেঞ্জে রয়েছে ৭৪ এইচপি সিআরআই মাহিন্দ্রা ইঞ্জিন ও আরও অনেক উন্নত প্রযুক্তি। সেইসঙ্গে রয়েছে যুগান্তকারী আইম্যাক্স (iMAXX) টেলিম্যাটিক্স সলিউশন, যার ফলে অধিকতর জ্বালানি সাশ্রয় নিশ্চিত হয়।

‘মাহিন্দ্রা আর্থমাস্টার’-এর ওপর প্রদত্ত গ্যারান্টি প্রসঙ্গে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেডের বিজনেস হেড (কমার্সিয়াল ভেহিকেলস বিজনেস ইউনিট) জলজ গুপ্তা বলেন, এই অভিনব গ্যারান্টি মাহিন্দ্রার ওপরে গ্রাহকদের আস্থা আরও বাড়িয়ে দেবে। সার্ভিস আপটাইম গ্যারান্টির দ্বারা গ্রাহকদের প্রতি কোম্পানির প্রতিশ্রুতি আরও দৃঢ় করে তোলার পাশাপাশি নিজস্ব প্রোডাক্ট ও আফটার-সেলস সার্ভিসের ক্ষমতা আরও বৃদ্ধি করা হচ্ছে। তিনি জানান, নতুন বিএস৪ মেশিনগুলি বেশিমাত্রায় জ্বালানি সাশ্রয় করতে সক্ষম।

Leave a Reply