‘এম.স্টক’ – ৬ মাসে ১.২৫ কোটি ট্রেড

গত এপ্রিল মাসে ফিনান্সিয়াল সার্ভিসেস ইন্ডাস্ট্রিতে অন্যতম গ্লোবাল লিডার ‘মিরেই অ্যাসেট’ (Mirae Asset) লঞ্চ করেছিল ‘এম.স্টক’ (m.Stock)। লঞ্চের ৬ মাসের মধ্যে ‘এম.স্টক’ ১.২৫ কোটি ট্রেড সম্পন্ন করেছে, যার ফলে টার্নওভার ২০০০০ কোটিতে পৌঁছে গেছে।

‘এম.স্টক’ হল ক্যাপিটাল মার্কেটে ইকুইটি, ফিউচার্স অ্যান্ড অপশনস, কারেন্সিস, ইটিএফ ইত্যাদিতে ট্রেডিং ও ইনভেস্টমেন্টের একটি স্টেট-অফ-দ্য-আর্ট প্লাটফর্ম। মোবাইল ও ওয়েব-বেসড ট্রেডিং প্লাটফর্মে উপলব্ধ ‘এম.স্টক’ প্রতি ৩০ সেকেন্ডে ১ জন করে ক্লায়েন্ট যোগ করে চলেছে।

এথেকেই বোঝা যায়, ‘এম.স্টক জিরো ব্রোকারেজ অ্যান্ড নো কমিশন’ মডেল কিরকম গ্রহণযোগ্য হয়ে উঠেছে।  বর্তমানে সবরকমের গ্রাহকদের কাছে অন্যতম ‘বেস্ট-ইন-ক্লাস’ প্লাটফর্ম হয়ে উঠেছে ‘এম.স্টক’।

Leave a Reply