দুর্গাপুজো কলকাতা ও তার মানুষজনকে যেভাবে মিলিত করতে পারে তা আর কোনও কিছু পারে না। বাংলার এই সেরা উৎসবকে স্মরণীয় করে রাখতে কোয়ালিটি ওয়ালস নিয়ে এসেছে বাংলার নিজস্ব মিষ্টির স্বাদে-গন্ধে ভরা লিমিটেড-এডিশন ‘নলেন গুড় কাপ’, যা শুধুমাত্র পশ্চিমবঙ্গে লঞ্চ করা হচ্ছে। এই নতুন ‘নলেন গুড় কাপ’কে কলকাতার সংস্কৃতি ও খাদ্যের ইতিহাসের প্রতি কোয়ালিটির শ্রদ্ধাঞ্জলী হিসেবে চিহ্নিত করা যায়।
কলকাতায় এই প্রথম কোয়ালিটি ওয়ালস ৫০০টি ড্রোন নিয়ে এক ‘ড্রোন, লাইট অ্যান্ড মিউজিক শো’র আয়োজন করতে চলেছে, যা উৎসবের আনন্দ আরও বাড়িয়ে তুলবে। এই শো-এর মাধ্যমে উদযাপন করা হবে বাংলার সংস্কৃতি ও কোয়ালিটি ওয়ালসের পক্ষ থেকে আনা নতুন মিষ্টি্র আবির্ভাব। এই উপলক্ষে একটি বিশেষ সাঙ্গীতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে। প্রসঙ্গত, চলতি বছরের প্রথম দিকে দুর্গা পুজোকে ইউনেসকো’র পক্ষ থেকে এশিয়ার প্রথম উৎসব হিসেবে ‘ইন্ট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’ তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছিল।
কলকাতা এই প্রথম এক উৎসবকালীন ড্রোন শো’র সাক্ষী হতে চলেছে। ১ অক্টোবর রাত ৯-৩০ থেকে এই ড্রোন শো বাগবাজার থেকে সোস্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিম করা হবে, যা নবীণ-প্রবীণ সকলেরই মন জয় করে নিতে সক্ষম হবে।