শিলিগুড়িতে অনুষ্ঠিত হল বিশ্বের ১ নম্বর ও ভারতের দ্রুত বর্ধনশীল প্রিমিয়াম মোটরসাইকেল ব্র্যান্ড কেটিএম আয়োজিত ‘কেটিএম প্রো-গেটঅ্যাওয়ে’।
কেটিএম ওনারদের এক ‘ট্রু প্রো-বাইকিং এক্সপিরিয়েন্স’ হল কেটিএম প্রো-গেটঅ্যাওয়েজ, যা দেশের বড় শহরগুলিতে নিয়মিত আয়োজন করা হতে থাকবে। কেটিএম ২৫০সিসি+ ডিউক ও আরসি ওনারদের জন্য বিশেষভাবে পরিকল্পিত সারাদিনব্যাপী এই রাইডের পরিকল্পনা ও নির্দেশনার দায়িত্ত্বে থাকেন কেটিএম এক্সপার্টরা। রুট নির্বাচনের ক্ষেত্রে ৯০ শতাংশ থাকে টারম্যাক ও ১০ শতাংশ সফট রোড। এরফলে রাইডিং এক্সপিরিয়েন্স বেড়ে যায়। শিলিগুড়িতে আয়োজিত প্রো-গেটঅ্যাওয়ে পরিচালনার দায়িত্ত্বে ছিল গাস্টো রেসিং। গাস্টো রেসিং হল এক পেশাদার মোটরসাইকেল রেসিং টিম ও অ্যাকাডেমি।
কেটিএম সেভক রোড থেকে শিলিগুড়ির রাইড আরম্ভ হয়েছিল এবং সমাপ্ত হয়েছিল লেপচা জগতে। রাইড চলাকালীন বাইক ওনারদের যেসব বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে সেগুলির মধ্যে ছিল ভিশন, বডি কন্ট্রোল, বাইক কন্ট্রোল ইত্যাদি। এছাড়া, রাইডারদের সঙ্গে অ্যাক্সিলারেশন, ব্রেকিং, সিটিং পোজিশন ইত্যাদি বিষয় শেয়ার করা হয়েছে।