ক্ষমতা – কেএফসি’র নতুন ফিল্ম

কেএফসি তাদের নতুন ফিল্ম ‘ক্ষমতা’ রিলিজ করল। এটি পরিচালনা করেছেন চলচ্চিত্র নির্মাতা সুজিত সরকার। ফিল্মটি ‘ইন্টারন্যাশনাল ডে অব সাইন ল্যাঙ্গুয়েজেজ’ উপলক্ষে এক ‘এক্সক্লুসিভ স্ক্রিনিং’-এর মধ্য দিয়ে লঞ্চ হয়েছে দিল্লির পিভিআর চানক্যপুরীতে। এই ফিল্মটি হল ইশমীতের জীবনের হৃদয়স্পর্শী কাহিনী। এতে অভিনয় করেছেন অশ্মিত কাউর ও স্বপ্না সোনি। গল্পটি হল ইশমীত কিভাবে সামাজিক বাধা কাটিয়ে দেখিয়ে দিয়েছে সে কি পারে, আর কি পারে না।

স্ক্রিনিং-এর পর একটি প্যানেল ডিসকাসন হয় যাতে অংশ নেন কেএফসি ইন্ডিয়ার জিএম মোক্ষ চোপরা, সুজিত সরকার, ওগিলভি’র চিফ ক্রিয়েটিভ অফিসার রিতু শারদা, ক্যাপস্টোন পিপল কনসাল্টিং-এর ফাউন্ডার ও সিইও এবং উওমেন লিডারশিপ ফোরাম অব এশিয়ার ফাউন্ডার ড. সুজয় ব্যানার্জি। মূক ও বধির মানুষদের মধ্যে থাকা সম্ভাবনা উন্মুক্ত করার বিষয়ে তারা আলোচনা করেন। #স্পিকসাইন ও বেসিক সাইন ল্যাঙ্গুয়েজ বিষয়টি তুলে ধরেন কেএফসি’র একজন ‘স্পেশালি এবলড’ টিম মেম্বার ইন্দ্রজিৎ।

মূক ও বধির ব্যক্তিদের কর্মসংস্থান ও উন্নতির জন্য ২০০৮ সাল থেকে কেএফসি কাজ করে চলেছে। বর্তমানে কেএফসি’তে এরকম ১৫০ জনেরও বেশি ব্যক্তি কর্মরত রয়েছেন। ‘ইন্টারন্যাশনাল ডে অব সাইন ল্যাঙ্গুয়েজেজ’ উপলক্ষে এবছর কেএফসি #স্পিকসাইন ক্যাম্পেন শুরু করেছে ১৯টি শহরের ৩৩টি স্পেশাল কেএফসি রেস্টুর‍্যান্টে। এইসব রেস্টুর‍্যান্টে গ্রাহক ও টিম মেম্বারদের উৎসাহ দেওয়া হয় তারা যেন শুধু সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে মনোভাব প্রকাশ করেন।

Leave a Reply