প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ভিডিয়ো কনফারেন্সিং-এর মাধ্যমে ‘জি২০-র সভাপতিত্বে ভারত’ বিষয়ক লোগো, থিম ও ওয়েবসাইট উদ্বোধন করবেন।
এই লোগো, থিম ও ওয়েবসাইটে আগামী বছরগুলিতে ভারতের পরিপ্রেক্ষিত ও কর্মধারা প্রতিফলিত হচ্ছে। ভারত আগামী ১ ডিসেম্বর থেকে জি২০’র সভাপতিত্ব গ্রহণ করবে এবং বর্তমান সময়ের সমস্যা বিষয়ে আলোচনায় নেতৃত্ব দেবে।
আগামী জি২০ সম্মেলন ভারতের সামনে আন্তর্জাতিক ঘটনাবলি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে নেতৃত্বদানের এক বিরাট সুযোগ এনে দেবে। সভাপতির পদে থাকাকালীন ভারত ৩২টি বিভিন্ন বিষয়ে দেশের বিভিন্ন স্থানে প্রায় ২০০টি বৈঠকের আয়োজন করবে এবং সেইসঙ্গে ঐক্যমত্যের ভিত্তিতে বৈশ্বিক সমস্যাবলীর সমাধানের চেষ্টা চালাবে। ভারতে আগামী বছরে অনুষ্ঠিতব্য জি২০ সম্মেলন হতে চলেছে এক অতি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সমাবেশ।