অর্বিস-এর রিপোর্টে শিশুদের ‘আই কেয়ার’-এ গুরুত্ত্ব

ভারতে প্রতিবছর জাতীয় আয়ের ১১৮ বিলিয়ন ইউএসডি ব্যয়িত হয় শিশুকালীন অন্ধত্বের কারণে। অর্বিস-এর এক রিপোর্ট থেকে এই তথ্য জানা গেছে। রিপোর্টি লঞ্চ করা হয়েছে ১৬তম ‘ভিশন ২০২০: দ্য রাইট টু সাইট – ইন্ডিয়া ন্যাশনাল কনফারেন্স’ অনুষ্ঠানে।

অর্বিসের ‘কস্ট-বেনেফিট অ্যানালিসিস অব ইনভেস্টিং ইন চাইল্ড আই হেলথ’ শীর্ষক রিপোর্টটি ২০২০টি এস্টিমেটের ভিত্তিতে তৈরি হয়েছে, যাতে প্রতিফলিত হয়েছে: ভারতে আর্থিক ক্ষতি হচ্ছে ৩৫ বছর ধরে চলা উৎপাদনক্ষম বছরগুলি নষ্ট হওয়ার কারণে, যা বেড়ে ৪০ ‘ওয়ার্কিং ইয়ারে’ ১৫৮ বিলিয়ন ইউএসডি হতে চলেছে।

 ‘কস্ট-বেনেফিট অ্যানালিসিস অব ইনভেস্টিং ইন চাইল্ড আই হেলথ’ রিপোর্টটিকে তিনটি ভাগে বিভক্ত। ভারতে ৯.৩ মিলিয়ন দৃষ্টিসমস্যা সম্পন্ন ও ২৭০,০০০ অন্ধ শিশু রয়েছে, যাদের মধ্যে ৭৫ শতাংশ প্রতিরোধযোগ্য বা চিকিৎসাযোগ্য। এই রিপোর্ট ভারতে ‘চাইল্ডহুড ব্লাইন্ডনেস’ সম্পূর্ণরূপে দূর করতে যথাযোগ্য ভূমিকা নিতে সহায়ক হবে বলে আশা করে অর্বিস।

Leave a Reply