২০২২ অর্থবর্ষের জন্য আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স তাদের পলিসিহোল্ডারদের ৯৬৮.৮ কোটি টাকার বার্ষিক বোনাস দেওয়ার কথা ঘোষণা করেছে। বোনাস প্রদানের ক্ষেত্রে এটি কোম্পানির ১৬তম বর্ষ এবং এযাবৎ প্রদত্ত সর্বোচ্চ বোনাস দেওয়া হচ্ছে, যা ২০২১ অর্থবর্ষের তুলনায় ১২ শতাংশ অধিক।
২০২২ সালের ৩১ মার্চ অবধি যুক্ত থাকা পলিসিহোল্ডারগণ এই বার্ষিক বোনাস পাওয়ার যোগ্য এবং প্রায় এক মিলিয়ন পলিসিহোল্ডার এ থেকে উপকৃত হবেন। পলিসিহোল্ডারদের দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্য অর্জনে সহায়ক হবে এই বার্ষিক বোনাস।
২০২২ অর্থবর্ষে ৯৬৮.৮ কোটি টাকার বার্ষিক বোনাস দিতে পেরে তারা আনন্দিত, একথা জানিয়ে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্সের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও, এন এস কান্নান বলেন, এই বোনাসের পরিমাণ কোম্পানির এযাবৎ ঘোষিত সর্বোচ্চ অঙ্কের বোনাস। ২০২১ অর্থবর্ষের তুলনায় এই পরিমাণ ১২ শতাংশ বেশি বলে জানান তিনি।