প্রাইভেট সেক্টরে ১ নম্বরে আইসিআইসিআই প্রু লাইফ

আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স ২০২২ অর্থবর্ষে তাদের লক্ষ্যণীয় ভাল আর্থিক ফলাফলের কথা ঘোষণা করেছে। এই অর্থবর্ষে কোম্পানির ‘ভ্যালু অফ নিউ বিজনেস’ (ভিএনবি) বৃদ্ধি হয়েছে ইয়ার-অন-ইয়ার ভিত্তিতে ৩৩ শতাংশ। ভিএনবি মার্জিন বেড়ে হয়েছে ২৮ শতাংশ এবং সর্বোচ্চ ভিএনবি দাঁড়িয়েছে ২১.৬৩ বিলিয়ন টাকায়।

২০২২ অর্থবর্ষে ‘নিউ বিজনেস সাম অ্যাসিয়োর্ড’ বেড়েছে ২৫ শতাংশ এবং ‘অ্যানুয়ালাইজড প্রিমিয়াম ইকুইভ্যালেন্ট’ বেড়েছে ২০ শতাংশ। ২০২২ অর্থবর্ষে, ‘অ্যানুইটি অ্যান্ড প্রোটেকশন নিউ বিজনেস প্রিমিয়াম’ বৃদ্ধি পেয়েছে ২৯ শতাংশ এবং ইয়ার-অন-ইয়ার ভিত্তিতে ৩৫ শতাংশ। কোম্পানির ‘নিউ বিজনেস সাম অ্যাসিয়োর্ড’ বেড়ে হয়েছে ৭,৭৩১.৪৬ বিলিয়ন টাকা, ফলে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স প্রাইভেট সেক্টরের অগ্রণী সংস্থা হিসেবে মান্যতা লাভ করেছে।

২০২২ অর্থবর্ষে কোম্পানির ১৩তম মাসের ‘পার্সিস্টেন্সি রেশিয়ো’ হয়েছে ৮৫.৭ শতাংশ, যা ২০২১ অর্থবর্ষে ছিল ৮৪.৮ শতাংশ। এথেকে ব্যবসাগত মানের উন্নতি পরিলক্ষিত হচ্ছে। ২০২২-এর ৩১ মার্চ ‘অ্যাসেটস আন্ডার ম্যানেজমেন্ট’ হয়েছে ২,৪০৪.৯২ বিলিয়ন টাকা। ২০২২ অর্থবর্ষে কোম্পানির ‘সলভেন্সি রেশিয়ো’ হয়ে দাঁড়িয়েছে ২০৪.৫ শতাংশ, যা ‘রেগুলেটরি রিকোয়ারমেন্ট’ ১৫০ শতাংশের থেকে যথেষ্ট বেশি।

Leave a Reply