ফ্লিপকার্ট প্লাটফর্মে লঞ্চ হল হোটেল বুকিং ফিচার – ফ্লিপকার্ট হোটেলস। ট্রাভেল সেক্টরে কোম্পানির ভিত মজবুত করার লক্ষ্যে ‘ফ্লিপকার্ট হোটেলস’ গ্রাহকদের ৩ লক্ষ ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল হোটেলের রুম বুক করার সুবিধা দেবে।
হোটেল সার্ভিস চালু করার মধ্য দিয়ে ফ্লিপকার্ট গ্রাহকদের নানারকম সাশ্রয়ী সুবিধা দেবে, যেমন ফ্লেক্সিবল ট্রাভেল, বুকিং রিলেটেড পলিসি, ভ্রমণের জন্য সাশ্রয়ী ও বাজেট-ফ্রেন্ডলি ইএমআই অপশন ইত্যাদি। এইসব সুবিধা পাওয়া যাবে ফ্লিপকার্ট অ্যাপ থেকে। যাতে প্রয়োজনীয় সবরকম খোঁজখবর গ্রাহকরা সহজেই জেনে নিতে পারেন, সেজন্য একটি ডেডিকেটেড কাস্টমার কেয়ার সেন্টারও তৈরি করা হয়েছে।
ফ্লিপকার্টের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আদর্শ মেনন ফ্লিপকার্ট অ্যাপে ফ্লিপকার্ট হোটেলস লঞ্চ করা প্রসঙ্গে বলেন, নতুন চালু করা ব্যবস্থার মাধ্যমে গ্রাহকরা সহজে সাশ্রয়ী হোটেলে থাকার সুবিধা ভোগ করতে পারবেন। ট্রাভেল ইন্ডাস্ট্রিতে ফ্লিপকার্ট ফ্লাইট বৃদ্ধির পথ ধরে এগিয়ে চলেছে। তাঁর আশা, ফ্লিপকার্ট হোটেলস-এর মাধ্যমে ফ্লিপকার্ট গ্রাহকদের আরও ভাল অভিজ্ঞতা দিতে সক্ষম হবে।