এইচসিএল জিগস – ভারতের প্রিমিয়ার ক্রিটিক্যাল রিজনিং প্ল্যাটফর্ম

তৃতীয় সংস্করণের রেজিস্ট্রেশন ঘোষণা করল এইচসিএল জিগস। স্কুল পড়ুয়াদের সমস্যা সমাধান ও দক্ষতা মূল্যায়নের জন্য ভারতের প্রিমিয়ার ক্রিটিক্যাল রিজনিং প্ল্যাটফর্ম হল এই এইচসিএল জিগস। ভার্চুয়াল, প্যান-ইন্ডিয়া প্রোগ্রামটির উদ্দেশ্য হল ছাত্রদের সমস্যা চিহ্নিত করে পুরস্কার প্রদানের মাধ্যমে সমস্যার সমাধান করা।

উল্লেখ্য, এই এইচসিএল জিগস ৩.০-এর জন্য মোট পুরস্কারের পার্স হল ১২ লক্ষ টাকা। বলাবাহুল্য, বিজয়ীরা এবং ফাইনালিস্টরাও এইচসিএল-র ইঞ্জিনিয়ারিং এবং ইনোভেশন ল্যাবগুলিতে শেখার সুযোগ পাবেন৷ এইচসিএল জিগস ৬ থেকে ৯ গ্রেডের পড়ুয়াদের গবেষণা, সমালোচনামূলক চিন্তাভাবনা এবং যোগাযোগ সহ দক্ষতার উপর মূল্যায়ন করে  চ্যালেঞ্জ সমাধানে প্রয়োগ সহায়তা করে।

আগ্রহীরা স্কুল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ৩১শে জুলাই-র মধ্যে www.hcljigsaw.com-এ রেজিস্ট্রেশন করতে পারবে।এইচসিএল-র কর্পোরেশনের প্রেসিডেন্ট স্ট্র্যাটেজি সুন্দর মাহালিঙ্গম বলেন, আমরা বৃহত্তর সম্প্রদায়ের সম্ভাবনাকে বহুগুণে বাড়াতে সাহায্য করি। জিগস ৩.০বাস্তববিশ্বের কেস স্টাডি উপস্থাপন করবে।

Leave a Reply