‘আনকন্ট্রোলড অ্যাজমা’র জন্য গ্লেনমার্কের ‘ইন্দামেট’

‘আনকন্ট্রোলড অ্যাজমা’ রোগীদের চিকিৎসার জন্য গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেড এক অভিনব ফিক্সড-ডোজ কম্বিনেশন (এফডিসি) ড্রাগ নিয়ে এলো – ‘ইন্দামেট’ (Indamet)। এটি হল ইন্দাকাটেরল ও মোমেটাসোনের কম্বিনেশন। এই ঔষধ ‘আনকন্ট্রোলড অ্যাজমা’ রোগীদের চিকিৎসায় কার্যকর ভূমিকা নেবে।

গ্লেনমার্ক হল ভারতের প্রথম কোম্পানি যারা ইন্দাকাটেরল ও মোমেটাসোন ফিউরোয়েটের ফিক্সড-ডোজ কম্বিনেশন নিয়ে এলো। ‘ইন্দামেট’ ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া’র (ডিসিজিআই) অনুমোদন প্রাপ্ত ঔষধ।

প্রতিদিন মাত্র একবার সেবনযোগ্য তিনটি স্ট্রেংথের ইন্দামেট পাওয়া যাবে, যাতে থাকবে ইন্দাকাটেরল ১৫০এমসিজি ফিক্সড ডোজ এবং বিভিন্ন ডোজের মোমেটাসোন, যেমন ৮০এমসিজি, ১৬০এমসিজি ও ৩২০এমসিজি।

Leave a Reply