‘শপসি’ – ফ্লিপকার্টের এই সোস্যাল মিডিয়া প্লাটফর্ম সম্প্রতি গ্রাহকদের ঋতুভিত্তিক চাহিদা মেটানোর জন্য সামার স্টোর চালু করেছে, যেখানে নানারকম প্রোডাক্টের বিশাল সম্ভার উপলব্ধ। ফ্লিপকার্টের এই উদ্যোগের সাফল্যের প্রমাণ হিসেবে কৃষ্ণনগরের বিক্রেতারা সামার স্টোরে প্রায় ৩৪গুণ বিক্রয় বৃদ্ধি ঘটাতে সক্ষম হয়েছেন।
কৃষ্ণনগরের সামার স্টোরে বিক্রিত সামগ্রীর ক্যাটাগরির মধ্যে প্রাধান্য পেয়েছিল পার্সোনাল কেয়ার। চাহিদার শীর্ষে ছিল মাল্টিভিটামিন, ফুড সাপ্লিমেন্টস, স্কিন ক্রিম ও মেক-আপ। শপসি সামার স্টোর হল এক ওয়ান-স্টপ-শপ যেখানে পাওয়া যায় ইলেক্ট্রনিক্স, পার্সোনাল কেয়ার, বেবি কেয়ার, ফুড ও বেভারেজ, অ্যাপারেল, সুইমউইয়্যার, কিচেনউইয়্যার, এয়ার কন্ডিশনার, ডিওডোরেন্ট, বেবি সানস্ক্রিন, পুরুষ ও মহিলাদের কটন ক্লথ, সুইমস্যুট, জুইসার মিক্সার গ্রিন্ডার ইত্যাদি। একটি সিমপ্লিফায়েড সোস্যাল মিডিয়া ইন্টারফেসের মাধ্যমে শপসি গ্রাহকদের অনলাইনে কেনাকাটার প্রতি আস্থা বাড়িয়ে দেয়। লোকাল নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে শপসি ব্যবহারকারীরা ব্যবসায়িক প্রয়োজনে ফ্লিপকার্টের প্রোডাক্টসমূহের ক্যাটালগ সোস্যাল মিডিয়া ও কমিউনিকেশন অ্যাপে শেয়ার করতে পারেন।
বর্তমানে শপসি প্লাটফর্মে আছেন ২.৫ লক্ষেরও বেশি বিক্রেতা, যারা ৮০০টিরও বেশি ক্যাটাগরির ১৫০ মিলিয়ন প্রোডাক্ট সরবরাহ করেন। ২০২১-এর জুলাই মাসে লঞ্চ হওয়া শপসি বিক্রেতাদের ক্ষমতায়ণের ক্ষেত্রে এক গুরুত্ত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে কৃষ্ণনগরে।