উত্তরপূর্বাঞ্চলে ফ্লিপকার্টের প্রথম গ্রোসারি ফুলফিলমেন্ট সেন্টার

উত্তরপূর্বাঞ্চলে ফ্লিপকার্ট তাদের প্রথম গ্রোসারি ফুলফিলমেন্ট সেন্টার উদ্বোধন করল আসামের গুয়াহাটির নিকটে পলাশবাড়িতে। কয়েম্বাটরের পর এটিই দেশে ফ্লিপকার্টের দ্বিতীয় মহিলা-চালিত ফুলফিলমেন্ট সেন্টার। গুয়াহাটিকে কেন্দ্র করে ৮০০টিরও বেশি পিনকোড এলাকায় মুদিখানার দ্রব্যাদি সরবরাহ করা হবে এই সেন্টার থেকে, যেমন আগরতলা, আইজল, দার্জিলিং, ডিব্রুগড়, ইম্ফল, কোহিমা ও শিলং।

গ্রাহকরা এই সেন্টারের মাধ্যমে ২০০টি ক্যাটাগরির ৭০০০-এরও বেশি আঞ্চলিক গ্রোসারি প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন, যেমন প্রাত্যহিক গৃহস্থালীর সামগ্রী, স্টেপলস, চা, স্ন্যাক্স ও বেভারেজ, কনফেকশনারি, পার্সোনাল কেয়ার, ইত্যাদি।ই-কমার্সকে গ্রাহকদের কাছে আরও গ্রহণীয় করার লক্ষ্য নিয়ে চালু করা ফ্লিপকার্টের অ্যাপ ওড়িয়া, বাংলা ও অসমীয়া-সহ ১১টি ভারতীয় ভাষায় ব্যবহারযোগ্য।

গুয়াহাটির ফুলফিলমেন্ট সেন্টার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৩০০ জনের কর্মসংস্থান করবে এবং অনেক স্থানীয় বিক্রেতা, এমএসএমই ও কৃষকদের পণ্য বিপণনে সহায়তা প্রদান করবে। বর্তমানে ‘ফ্লিপকার্ট গ্রোসারি’ দেশের ২৮টি রাজ্যের ১৮০০টিরও অধিক শহর ও ১০০০০-এরও বেশি পিনকোড এলাকায় পরিষেবা দিয়ে থাকে।

Leave a Reply