‘দ্য কোর্টইয়ার্ড বাই ম্যারিয়ট শিলিগুড়ি’তে সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হল প্রথম ‘ইম্পেরিয়াল ইন প্রেজেন্টস সন্মার্গ বিজনেস অ্যাওয়ার্ডস – নর্থ বেঙ্গল এডিশন’ (পাওয়ার্ড বাই নরিসিস)। অনুষ্ঠানটিকে বণিকমহলের তরফে স্বাগত জানানো হয়েছে।
গত ৩০ এপ্রিল অনুষ্ঠানের উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট মডেল ও জাতীয় স্তরের অ্যাথলিট এবং মুম্বইয়ে অনুষ্ঠিত মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২১-এ দার্জিলিংয়ের প্রতিনিধি তথা ফাইনালিস্ট রুচি ছেত্রী।
‘ইম্পেরিয়াল ইন প্রেজেন্টস সন্মার্গ বিজনেস অ্যাওয়ার্ডস – নর্থ বেঙ্গল এডিশন’ অনুষ্ঠানে চা থেকে রিয়াল এস্টেট, হেলথকেয়ার থেকে হসপিটালিটি ইত্যাদি ক্ষেত্রের বিভিন্ন ব্যবসায়িক সংস্থা ও শিল্পোদ্যোগকে সন্মান প্রদর্শন করা হয়। যে জুরি প্যানেলের মাধ্যমে পুরস্কার প্রাপকদের নির্বাচিত করা হয়েছিল সেই প্যানেলে ছিলেন অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া, ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নয়নতারা পাল চৌধরি ও মন্থন কলা সেন্টারের চেয়ারপার্সন সুলোচনা মানসী।