অসম-মেঘালয়ের নারী কৃষকদের ক্ষমতায়নে কাজ করছে সিএসআর

ইন্ডিগোরিচ গ্রামীণ সাহারার সাথে পার্টনারশিপে অসম এবং মেঘালয়ের ২৪টি গ্রামে ১,৬৭০ জন উপজাতীয় মহিলার আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে ইন্ডিগোর সিএসআর শাখা। এই কর্মসূচির লক্ষ্য হল মহিলা কৃষকদের বার্ষিক আয় বৃদ্ধির লক্ষে  মশলা প্রধানত হলুদ, আদা, কালো গোলমরিচ এবং রাজা মরিচের গুণগত মানকে জনসমক্ষে তুলে ধরা।  এই মহিলারা অসম-মেঘালয় সীমান্তের কামরুপ এবং রিভোই জেলার বাসিন্দা। 

ইন্ডিগোরিচ নিরন্তর এমন সমস্যাগুলির সমাধান করার চেষ্টা করে যা ক্ষমতায়ানের মাধ্যমে বার্ষিক আয় বাড়াতে সাহায্য করে। তাই, ইন্ডিগো রিচ গ্রামীণ সাহারার সাথে পার্টনারশিপের সিদ্ধান্ত নিয়েছে।  কারণ তারা এই অঞ্চলে জীবিকার উন্নয়নের কাজে অভিজ্ঞ। এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে, তারা নারী কৃষক প্রতিষ্ঠান তৈরি করে নারীদের প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানে সক্ষম হয়েছে। যা কৃষকদের ধারাবাহিক উত্পাদনের সাথে ভলিউমও বাড়াবে।

ইন্ডিগোর চিফ হিউম্যান রিসোর্স অফিসার সুখজিৎ পাসরিচা বলেন, সিএসআর-এর ৪টি  স্তম্ভের মধ্যে একটি হল নারীর ক্ষমতায়ন৷ আমাদের লক্ষ হল মহিলাদের তাদের আয় বৃদ্ধিতে সাহায্য করা।

Leave a Reply