ফ্লিপকার্টের ফুলফিলমেন্ট সেন্টার উদ্বোধনে মুখ্যমন্ত্রী

বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট (বিজিবিএস) ২০২২ চলাকালীন ভারতে ফ্লিপকার্টের বৃহত্তম ফুলফিলমেন্ট সেন্টার (এফসি) উদ্বোধন করা হল পশ্চিমবঙ্গের হরিণঘাটায়। ভার্চুয়ালি এই ফুলফিলমেন্ট সেন্টারের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

এই উপলক্ষে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল চিফ অ্যাডভাইসর অমিত মিত্র, শিল্প মন্ত্রী পার্থ চ্যাটার্জী, পরিবহণ ও আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিম এবং মুখ্য সচিব এইচ কে দ্বিবেদী। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পশ্চিমবঙ্গের হরিণঘাটায় দেশের অন্যতম বৃহৎ ফুলফিলমেন্ট সেন্টার স্থাপন করায় ফ্লিপকার্টের প্রশংসা করেছেন।

হরিণঘাটায় প্রযুক্তি-চালিত ফ্লিপকার্টের এই ফুলফিলমেন্ট সেন্টারের মাধ্যমে ১১ হাজারেরও বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং পশ্চিমবঙ্গ ও উত্তরপূর্বাঞ্চচলের প্রায় ২০ হাজার বিক্রেতাকে সহায়তা জোগানো সম্ভব হবে। ইতিমধ্যে, ভারতের প্রথম ই-কমার্স ফেসিলিটি হিসেবে ফ্লিপকার্টের হরিণঘাটা ফুলফিলমেন্ট সেন্টার ইন্ডিয়ান গ্রিন বিল্ডিংস কাউন্সিল (আইজিবিসি) থেকে প্লাটিনাম রেটিং-এর সার্টিফিকেট লাভ করেছে।

Leave a Reply