স্থায়ী আমানতে বেশি সুদ দিচ্ছে বন্ধন ব্যাংক

বন্ধন ব্যাংক এক বিশেষ লিমিটেড পিরিয়ড অফার হিসেবে স্থায়ী আমানতে আরও বেশি সুদ দেওয়ার কথা ঘোষণা করেছে।  শুধু নতুন আমানত নয়, মেয়াদ পূর্ণ হওয়া আমানতের রিনিউয়ালের ক্ষেত্রেও এই বর্দ্ধিত সুদ দেওয়া হবে। ৭ নভেম্বর থেকে ২ কোটি টাকা পর্যন্ত রিটেল ডিপোজিটে এই বর্দ্ধিত সুদের হার প্রযোজ্য হবে।

বন্ধন ব্যাংক ঘোষিত বর্দ্ধিত সুদের ফলে গ্রাহকরা ৬০০ দিনের আমানতে ৭.৫% অবধি সুদ পাবেন। সিনিয়র সিটিজেনরা আরও ০.৫০% বা ৫০ বিপিএস বেশি সুদ পাবেন, যার ফলে ৬০০ দিনের স্থায়ী আমানতে সুদের পরিমাণ দাঁড়াবে ৮% পর্যন্ত।

সিনিয়র সিটিজেনদের ১ বছরের কম সময়ের স্থায়ী আমানতে ০.৭৫% বা ৭৫ বিপিএস বেশি হারে সুদ দেবে বন্ধন ব্যাংক।

Leave a Reply