বন্ধন ব্যাংকের গ্রাহকভিত্তি ২.৭৭ কোটি

বন্ধন ব্যাংক ২০২২-২৩ অর্থবর্ষের ২য় ত্রৈমাসিকের আর্থিক ফলাফল ঘোষণা করল। এই সময়কালে উল্লেখযোগ্য ব্যবসাবৃদ্ধি ঘটিয়েছে বন্ধন ব্যাংক। ২০২২-এর ৩০ সেপ্টেম্বর অবধি বন্ধন ব্যাংকের টোটাল বিজনেস (ডিপোজিট অ্যান্ড অ্যাডভান্স) বৃদ্ধি হয়েছে ১৯.৫% ইয়ার-অন-ইয়ার, অর্থাৎ ১,৯৫,২০০ কোটি টাকা।

চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে বন্ধন ব্যাংকের ডিপোজিট বুকে বিগত বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের তুলনায় ২১ শতাংশ বৃদ্ধি ঘটেছে। বর্তমানে ব্যাংকের টোটাল ডিপোজিটের পরিমাণ ৯৯,৩৬৫ কোটি টাকা। বর্তমানে টোটাল অ্যাডভান্সের পরিমাণ ৯৫,৮৩৫ কোটি টাকা।

ভারতের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ৩৪টিতে ৫৬৪৬ ব্যাংকিং আউটলেটের মাধ্যমে বন্ধন ব্যাংক ২.৭৭ কোটি গ্রাহককে পরিষেবা প্রদান করে। চলতি অর্থবর্ষে ভারতে আরও ৫৫০টি নতুন ব্রাঞ্চ খোলার পরিকল্পনা রয়েছে বন্ধন ব্যাংকের। বর্তমানে ব্যাংকের কর্মীসংখ্যা ৬৪,০০০।

Leave a Reply