‘যাহাঁ বন্ধন, বহাঁ ট্রাস্ট’ – বন্ধন ব্যাংকের ব্র্যান্ড ক্যাম্পেন

‘বন্ধন ব্যাংক’ তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ও ক্রিকেট তারকা সৌরভ গাঙ্গুলিকে সঙ্গে নিয়ে শুরু করল এক সুচিন্তিত মার্কেটিং ক্যাম্পেন – ‘যাহাঁ বন্ধন, বহাঁ ট্রাস্ট’। ভারতের অন্যতম দ্রুত বর্ধনশীল ব্যাংক বন্ধন ব্যাংক সাত বছরের সময়কালে এবং বিগত দুই দশক ধরে বন্ধন অন্যান্য নানা ভূমিকায় যে আস্থা অর্জন করেছে, সেইসব কথাই উঠে এসেছে  ‘যাহাঁ বন্ধন, বহাঁ ট্রাস্ট’ (বন্ধন যেখানে, আস্থাও সেখানে) ক্যাম্পেনে।

উল্লেখ্য, এই প্রথম বন্ধন ব্যাংক তাদের প্যান-ইন্ডিয়া ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিয়োগ করল। এই ক্যাম্পেনে সৌরভ গাঙ্গুলির কর্মজীবন ও বন্ধন ব্যাংকের কর্মপদ্ধতির তুলনীয় সাদৃশ্যের কথা বলা হয়েছে কারণ একইভাবে অধ্যবসায়, পরিশ্রম ও আস্থার ভিত্তিতে অর্জিত হয়েছে সৌরভ ও বন্ধনের সাফল্য।

বন্ধন ব্যাংকের এই মার্কেটিং ক্যাম্পেন প্রচারিত হবে টিভি, প্রিন্ট, ওওএইচ, সিনেমা ও ডিজিটাল মিডিয়ায়। প্রথমে ৩ জানুয়ারি ক্যাম্পেনটি ডিজিটাল মিডিয়ায় ‘লাইভ’ সম্প্রচারিত হয়েছে এবং এরপর ৫ জানুয়ারি অন্যান্য মিডিয়ায় ‘লাইভ’ সম্প্রচার করা হবে।

Leave a Reply