গ্রাহক-সচেতনতায় বাজাজ ফিনসার্ভের ক্যাম্পেন

‘সাবধান রহিয়ে সেফ রহিয়ে’ ডিজিটাল ক্যাম্পেন শুরু করল ভারতের অন্যতম বৃহৎ আর্থিক পরিষেবা প্রদানকারী সংস্থা বাজাজ ফিনসার্ভ লিমিটেড। এই ক্যাম্পেনের লক্ষ্য গ্রাহক ও সাধারন মানুষকে বিভিন্ন ধরণের আর্থিক প্রতারণা থেকে সাবধান থাকার জন্য সচেতন করা। তৃতীয় পর্যায়ে এই ক্যাম্পেনের মূল উদ্দেশ্য হল জেনারেল ইন্স্যুরেন্স সংক্রান্ত জালিয়াতি থেকে রক্ষা করা। ক্যাম্পেনের এই তৃতীয় পর্যায় চলছে বাজাজ ফিনসার্ভ লিমিটেড ও বাজাজ আলিয়াঞ্জ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সকল সোস্যাল মিডিয়া প্লাটফর্মে।

পলিসিহোল্ডারদের জন্য কোম্পানির পরামর্শ হল তারা যেন পলিসি সংক্রান্ত তথ্য যাচাই করতে এবং কি করা উচিৎ বা অনুচিত তা জানতে নিকটবর্তী শাখায় যান বা অফিসিয়াল ওয়েবসাইট (https://www.bajajallianz.com/general-insurance.html) ভিজিট করেন।

এছাড়া, বাজাজ আলিয়াঞ্জ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে কিছু সেফটি টিপস ও গাইডলাইন দেওয়া হয়েছে যাতে যেকোনও ধরণের আর্থিক প্রতারণা থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়। ‘সাবধান রহিয়ে সেফ রহিয়ে’ ক্যাম্পেনের মাধ্যমে কোম্পানির পরামর্শ: গ্রাহকরা যেন সবসময়ে তাদের তথ্য, অর্থ ও ইন্স্যুরেন্স পলিসি সুরক্ষিত রাখার ব্যাপারে সতর্কতা অবলম্বন করেন।

Leave a Reply