৩১ ডিসেম্বর ২০২২ বন্ধন ব্যাঙ্কের মোট গ্রাহক সংখ্যা ২.৮৬ কোটি

বন্ধন ব্যাঙ্ক বর্তমান ২০২২-২৩ অর্থবর্ষের  তৃতীয় ত্রৈমাসিকের আর্থিক ফলাফল ঘোষণা করেছে। সাত বছরের কার্যকালে ব্যাঙ্কের মোট ব্যবসার পরিমান দুই লক্ষ কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে। ৩১শে ডিসেম্বর, ২০২২ অবধি বন্ধন ব্যাঙ্কের মোট ব্যবসা (আমানত ও ঋণ) গত আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকের তুলনায় চলতি আর্থিক বছরের  তৃতীয় ত্রৈমাসিকে ১৬ শতাংশ বেড়ে হয়েছে ২,০০,০৭০ কোটি টাকা।

ভারতবর্ষের ৩৬টির মধ্যে ৩৪টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে থাকা  মোট  ৫,৭২৩ টি  ব্যাঙ্কিং আউটলেটের মাধ্যমে  ২.৮৬ কোটি গ্রাহককে পরিষেবা দেয় বন্ধন ব্যাঙ্ক।বন্ধন ব্যাঙ্কের আমানতের পরিমান গত আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকের তুলনায় চলতি আর্থিক বছরের সমকালে ২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে । বর্তমানে মোট আমানতের পরিমান ১,০২,২৮৩ কোটি টাকা।

ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিও (সিএআর) যা কোনও ব্যাঙ্কের সুস্থিরতা প্রতিফলিত করে, বন্ধন ব্যাঙ্কের ক্ষেত্রে সিএআর এখন ১৯.১% শতাংশ, যা নিয়ন্ত্রক নির্ধারিত প্রয়োজনীয় মাত্রার তুলনায় অনেকটাই বেশি। ব্যাঙ্কের আর্থিক ফলাফল প্রসঙ্গে বন্ধন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও শ্রী চন্দ্রশেখর ঘোষ বলেন, “আমরা কোটি কোটি দেশবাসীর বিশ্বাস অর্জন করতে পেরে ভাগ্যবান এবং আমরা তাঁদের স্বপ্ন পূরণের যাত্রায় অংশীদার হতে সদা সচেষ্ট থাকবো।”

Leave a Reply