ধরিত্রী দিবসে আকরচেইন-এর উদ্যোগ

ধরিত্রী দিবস (Earth Day) পালন করা শুরু হয়েছিল ১৯৭০ সালে। তার ৫১ বছর পর এবার মেটাভার্স (Metaverse) ধরিত্রী দিবস পালনের জন্য আকরচেইন-এর আকরল্যান্ড (AqarChain’s AqarLand) ও ভারতের ‘ফরেস্ট ম্যান’কে (Forest Man) সঙ্গে পেয়েছে। আকরচেইন-এর অংশ আকরল্যান্ড হল এনএফটি-যুক্ত একটি ভার্চুয়াল ল্যান্ড মেটাভার্স, যা মেটাভার্সের সঙ্গে বাস্তব পরিবেশের মিলন ঘটাতে কাজ করে চলেছে, যাতে ডিজিটাল ফরেস্টে বৃক্ষরোপনের মাধ্যমে বনসৃজন ও ভূমিরক্ষা সম্ভব হয়।

এবছর ধরিত্রী দিবসে আকরচেইন ভারতে ‘ফরেস্ট ম্যান’ বলে পরিচিত যাদব পায়েঙের সঙ্গে সহযোগিতার হাত মিলিয়েছে। যাদব পায়েঙ তাঁর গোটা জীবনে একক প্রচেষ্টায় তৈরি করেছেন মোলাই ফরেস্ট। মোলাই ফরেস্টে যাদবের প্রচেষ্টার সঙ্গে আকরল্যান্ড মেটাভার্সের সংযোগ ঘটিয়ে আকরচেইন টেকনোলজি ও এনভায়রনমেন্টের প্রতি তাদের দায়বদ্ধতা প্রকাশ করছে। এর উদ্দেশ্য, এই পৃথিবীকে আরও বাসযোগ্য করে তোলা।

ডিজিটাল ফরেস্টে ১০০টি ডিজিটাল বৃক্ষ ক্রয়ের মাধ্যমে আকরচেইন তাদের প্রকল্পের কাজ আরম্ভ করেছে, যার লভ্যাংশ দেওয়া হবে ‘স্যাক্রেড জম্বুদ্বীপ ফাউন্ডেশন’কে। এইসব গাছ বাস্তবে রোপন করা হবে সেইস্থানে যেখানে বিগত ৪০ বছর ধরে ‘ফরেস্ট ম্যান’ বৃক্ষরোপণ করে চলেছেন। যারা ডিজিটাল ওয়ার্ল্ডে বৃক্ষের মালিকানা নেওয়ার এই প্রকল্পে যোগ দিচ্ছেন তারা বাস্তব পৃথিবীতে রোপিত সমতুল্য বৃক্ষের মালিকানা পাবেন। সেই গাছ যখন পূর্ণবয়স্ক হবে তখন তা থেকে আয় লাভ করতেও পারবেন।

Leave a Reply