দিওয়ালিতে অ্যামওয়ের প্রচার সামগ্রিক সুস্থতা 

জনগণের মধ্যে সামগ্রিক সুস্থতা বিষয়ক সচেতনতা বাড়াতে ভারতের শীর্ষস্থানীয় ডাইরেক্ট সেলিং কোম্পানি অ্যামওয়ে ইন্ডিয়া ‘হেলদিওয়ালি দিওয়ালি’ প্রকল্প চালু করেছে। অ্যামওয়ের এই ক্যাম্পেনের লক্ষ্য হল উত্সবের মরসুমকে স্মরণীয় করে রাখতে সকলকে একত্রিত করার পাশাপাশি সময় স্বাস্থ্য, সুখ এবং বাড়ির পরিচ্ছন্নতার উপর গুরুত্ব আরোপ। 

এছাড়া দেশের পূর্বাঞ্চলে স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে স্বাস্থ্যকর রান্না, ত্বকের যত্ন এবং বাড়ির স্বাস্থ্যবিধি বিষয়ে একটি সিরিজ তৈরি করেছে অ্যামওয়ে।

পূর্ব ও পশ্চিম অঞ্চলের অ্যামওয়ে ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট চন্দ্র ভূষণ চক্রবর্তী বলেন, অ্যামওয়ে সবসময়ই স্বাস্থ্যকর জীবনযাপনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এই কথা মাথায় রেখেই দীপাবলি উপলক্ষে এই ‘হেলদিওয়ালি দিওয়ালি’ ক্যাম্পেন চালু করা হয়েছে।

Leave a Reply