অ্যামাজনের ষষ্ঠ মহিলা-চালিত পার্টনার ডেলিভারি স্টেশন

দেশের উত্তরপূর্বাঞ্চলে ডেলিভারি সার্ভিস পার্টনার-চালিত প্রথম সর্বমহিলা ডেলিভারি স্টেশন চালু করল অ্যামাজন ইন্ডিয়া। এই স্টেশনের মাধ্যমে নিকটবর্তী এলাকাগুলিতে অ্যামাজন তাদের গ্রাহকদের কাছে প্যাকেজ ডেলিভারি দিতে পারবে। নতুন ডেলিভারি স্টেশনটি মিজোরামের চম্পাইয়ে ভারত-মায়ানমার সীমান্তের কাছে অবস্থিত।

উত্তরপূর্ব ভারতের এই নতুন ডেলিভারি স্টেশনটি শুধু গ্রাহকদের কাছে অ্যামাজনকে সহজে পৌঁছতে সাহায্য করবে তা নয়, এর দ্বারা অ্যামাজনের ডেলিভারি সার্ভিস পার্টনার ও অন্যান্য সহযোগীরাও নানারকম কাজের সুবিধা লাভ করবেন। এই মহিলা-চালিত ডেলিভারি স্টেশনটির মাধ্যমে অ্যামাজন লজিস্টিক্স সেক্টরে মহিলাদের জন্য সুযোগ বৃদ্ধি করবে।

উল্লেখ্য, ইতিমধ্যেই দেশে অ্যামাজনের আরও পাঁচটি মহিলা পরিচালিত ডেলিভারি স্টেশন রয়েছে: তামিলনাডু, গুজরাট ও অন্ধ্রপ্রদেশে একটি করে এবং কেরালায় দুইটি। উত্তরপূর্ব ভারতে অ্যামাজন ইন্ডিয়া তাদের উপস্থিতি ক্রমেই দৃঢ়তর করছে এবং বর্তমানে অ্যামাজন ও পার্টনার ডেলিভারি স্টেশনের সংখ্যা প্রায় ৭০। এর ফলে এই অঞ্চলের প্রায় ৪০০ পিন কোড এলাকায় অ্যামাজন সরাসরি ডেলিভারি প্রদান করতে সক্ষম হচ্ছে।

Leave a Reply