অ্যামাজন ইন্ডিয়া ‘#উই আর অ্যামাজন ‘ চালু করেছে

ভারতে উৎসবের মরশুম চলাকালীন, অ্যামাজন আরো একবার সেই সব মানুষদের সাফল্যকে উদযাপন করবে যারা গ্রাহকদের কাছে উৎসবের মরশুমকে আনন্দময় করে তুলতে মুখ্য ভূমিকা গ্রহণ করেছেন। “উই আর অ্যামাজন” প্রচারাভিযান  অ্যামাজনের সেই সকল কর্মী, সহায়ক, এবং অংশীদারদের পাদপ্রদীপের আলোয় তুলে আনবে, যারা গ্রাহকদের কাছে উৎসবের মরশুমকে সুরক্ষিত এবং আলোকজ্বল করে তুলেছেন।

মিসেস দীপ্তি ভার্মা, ভাইস প্রেসিডেন্ট, পিপল অ্যান্ড এক্সপিরিয়েন্স টেকনোলজি আমাজন স্টোরস ইন্ডিয়া অ্যান্ড ইএম বললেন “অ্যামাজনে আমাদের সব সিদ্ধান্তের কেন্দ্রে রয়েছে মানুষ আর আমরা বিশ্বাস করি, শুধুমাত্র সমাজের জন্য নয়, ব্যবসার ক্ষেত্রেও তা ভালো। ‘উই আর অ্যামাজন’ আমাদের সেই সকল কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যম, যারা তাদের অসামান্য এবং অতুলনীয় কাজের মাধ্যমে, নির্মাতা, উদ্ভাবক এবং গ্রাহকদের কাছে সফলভাবে প্রয়োজনীয় সামগ্রী সময়ে পৌঁছে দিয়েছেন।

উৎসবের মরশুম চলাকালীন এই সকল অ্যামাজনিয়ানরা একত্রিত হয়েছেন, গ্রাহকদের জন্য সুরক্ষিত, বিশ্বাসযোগ্য অর্ডার পূরণের লক্ষ্যে। এই মরশুম সংগঠনের প্রত্যেকটি বিভাগে সকলের জন্য আনন্দ, খুশী, সুখ, এবং সেই উষ্ণতা এনে দেয়, যেখানে প্রতিটি ব্যক্তি তাদের সতীর্থ, গ্রাহক, বিক্রেতা এবং অংশীদারদের কাজকে সহজ করে তোলার লক্ষ্যে কাজ করছেন।

Leave a Reply